13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

নগর সরকার না থাকা ও বাজেট ঘাটতি ঢাকার প্রধান সমস্যা

admin
July 19, 2017 6:21 pm
Link Copied!

বিশেষ প্রতিবেদক :  বাজেট ঘাটতি এবং নগর সরকার না থাকাকে রাজধানীর অন্যতম প্রধান সমস্যা হিসেবেদেখছেন ঢাকা উত্তর সিটি করপোরশনের মেয়র আনিসুল হক এবং দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন।

আজ বুধবার রাজধানীর সোনারগাঁও হোটেলে বিশ্বব্যাংক আয়োজিত ‘ভবিষ্যতের ঢাকা’ শীর্ষক আলোচনায় অংশ নিয়ে এসব কথা জানানদুই মেয়র।

এ সময় ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক বলেন, বিশ্বের শীর্ষ ঘনবসতিপূর্ণ শহর ঢাকার জন্য যে বাজেট দরকার, তা বরাদ্দ দেওয়া হয় না। যথাযথ পরিকল্পনা নিয়ে ঢাকাকে বাসযোগ্য করতে বিশ্বব্যাংককে এগিয়ে আসার আহ্বানও জানান তিনি।

অন্যদিকে, এখন পর্যন্ত নগর সরকার প্রতিষ্ঠিত না হওয়ায় হতাশা প্রকাশ করেন দক্ষিণের মেয়র সাঈদ খোকন। তাঁর মতে, নগর সরকার নেই বলে বিভিন্ন সংস্থা সমন্বয়হীনভাবে কাজ করে যাচ্ছে। আর এ কারণেই নগরের সমস্যাগুলোর সমাধান হচ্ছে না।

আলোচনায় বিশ্বব্যাংকের দক্ষিণ এশীয় প্রধান অর্থনীতিবিদ ড. মার্টিন রামা তাঁর বক্তব্যে জোর দেন পূর্ব ঢাকার বিস্তার ও পরিকল্পনা মাফিক উন্নয়নের ওপর।এর আগে দিনব্যাপী আলোচনা অনুষ্ঠানের উদ্বোধন করেন স্থানীয় সরকারমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।

http://www.anandalokfoundation.com/