13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের প্রধান সুদীপ চক্রবর্ত্তীর শিশু কন্যা রাজনন্দিনীর মৃত্যতে সর্বত্র শোকের ছায়া, নবীগঞ্জ আলোকিত ব্যাচ,৯৫ সংগঠনের শোক জ্ঞাপন

admin
July 16, 2017 8:42 am
Link Copied!

নবীগঞ্জ প্রতিনিধিঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের বিভাগীয় প্রধান ও নবীগঞ্জ আলোকিত ব্যাচ,৯৫ সংগঠনের নির্বাহী সদস্য সুদীপ চক্রবর্ত্তীর ৫ মাসের শিশু কন্যা ও ব্যাং কর্মকর্তা শুভাশীষ চক্রবর্ত্তীর ভাতিজি রাজনন্দিনী গত শুক্রবার বিকাল সাড়ে ৫ টার সময় নবীগঞ্জ থেকে ঢাকা যাবার পথে ভৈরব নামক স্থানে এসি গাড়ীতে পর্যাপ্ত পরিমান অক্সিজেন অভাব জনিত কারনে অসুস্থ হয়ে মৃত্যবরন করে। সাথে সাথে তাকে ভৈরব একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু রাজ নন্দিনীকে মৃত ঘোষনা করেন।

নিস্পাপ এ শিশুর অনাকাংখিত মৃত্যুতে পরিবারে শোকের ছায়া বিরাজ করছে। রাজনন্দিনীর মৃত্যুর খবর লোকমুখে সর্বত্র ছড়িয়ে পড়লে সুদীপ চক্রবর্ত্তীর নবীগঞ্জ শেরপুর সড়কস্থ বাসায় বিভিন্ন শ্রেণীপেশার মানুষের ঢল নামে। অনেকেই এমন অনাকাংখিত মৃত্যুর সমবেদনা জানানোর ভাষা খোজে পান নাই।

সুদীপ চক্রবর্ত্তীর শিশু কন্যার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানান নবীগঞ্জ আলোকিত ব্যাচ,৯৫ সংগঠনের নেতৃবৃন্দ। শোক ও সমবেদনা জ্ঞাপনকারীরা হলেন,সংগঠনের সভাপতি তনোজ রায়,সহ-সভাপতি আব্দুল মজিদ,সাধারন সম্পাদক উত্তম কুমার পাল হিমেল,যুগ্ম সম্পাদক সালেহ আহমদ,সাংগঠনিক সম্পাদক আশফাক উদজ্জামান চৌধুরী,অর্থ সম্পাদক সরাজ মিয়া,প্রচার সম্পাদক পিন্টু রায়,নির্বাহী সদস্য সাইফুর রহমান খান,রুবেল মিয়া,জাহাঙ্গীর বখত চৌধুরী,এলেমান আহমদ চৌধুরী,শামীম আহমদ,সমীরন দে,আমিনুর রহমান চৌধুরী সুমন, প্রনব চন্দ্র দেব,কাজল মিয়া, সাজিদুর রহমান,আবু তাহের চৌধুরী,তাহিদুর রহমান,কামরুজ্জামান চৌধুরীসহ সংগঠনের সকল নেতৃবৃন্দ। শোক জ্ঞানকারীরা এমন অনাকাংখিত মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।

http://www.anandalokfoundation.com/