13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচনের আগে অর্থপাচার বৃদ্ধির আশঙ্কা সিপিডির

admin
July 10, 2017 10:12 pm
Link Copied!

বিশেষ প্রতিবেদকঃ ,নির্বাচনের আগে বিদেশে অর্থপাচার বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)। এ বিষয়ে যথাযথ নজরদারির পরামর্শ দিয়েছে গবেষণা প্রতিষ্ঠানটি।

আজ সোমবার রাজধানীর ব্র্যাক সেন্টার ইনে জাতীয় বাজেট ২০১৭-১৮ অনুমোদন পরবর্তী পর্যবেক্ষণ শীর্ষক সংবাদ সম্মেলন করে সিপিডি।

এ সময় চলতি অর্থবছরের বাজেট মূল্যায়নে এসব কথা জানান সিপিডির সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠা না হওয়ার জন্য, রাজনৈতিক সদিচ্ছার অভাবকেই দায়ী করেন। এমন অবস্থায় ব্যাংকিং খাতে প্রয়োজনীয় সংস্কার না এনে বাজেটে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের জন্য বরাদ্দ দেওয়ার সমালোচনা করেন তিনি।

এ ছাড়া কারিগরি প্রস্তুতি এবং রাজনৈতিক ঐকমত্যের অভাবেই সরকার নতুন ভ্যাট আইন বাস্তবায়ন করতে পারেনি বলে জানায় সিপিডি। এ ছাড়া পাস হওয়া বাজেটের আয়-ব্যয়ের কাঠামো দুর্বল হয়েছে বলে জানায় সংস্থাটি।

http://www.anandalokfoundation.com/