13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

রাঙ্গামাটিতে পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ

admin
June 24, 2017 8:54 pm
Link Copied!

রাঙ্গামাটি সংবাদদাতাঃ জেলায় পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ করেছে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ।

আজ শনিবার রাঙ্গামাটি সড়কের কুতুকছড়ি এলাকার কেরেটছড়ি, পতিখালী, ভুইও আদাম, কিরিছছড়িসহ আটটি গ্রামের প্রায় ৪০০ মানুষকে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ত্রাণ হিসেবে শাড়ি, লুঙ্গি, থামি, গামছা ও শুকনো খাবার দেওয়া হয়েছে।

ত্রাণ বিতরণ করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ আল সাদিক। এ সময় উপস্থিত ছিলেন নানিয়ারচর জোনের উপ-অধিনায়ক মেজর ইমরানসহ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকরা।

স্থানীয় সূত্রে জানা যায়, রাঙ্গামাটি থেকে ২০ কিলোমিটার দূরের সাপছড়ি এলাকায় দেড় কিলোমিটার সড়কের তিনটি জায়গায় পাহাড়ি ঢলে সড়ক ভেঙে গেছে। ফলে রাঙ্গামাটির সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে ওই গ্রামগুলোর। পাহাড়ধসে গৃহহারা অনেক পরিবার এখনো ত্রাণসহায়তা পাননি বলে অভিযোগ উঠেছে।

http://www.anandalokfoundation.com/