13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বাসের ছাদে, ট্রাকে না উঠার আহ্বান আইজিপির

admin
June 24, 2017 4:35 pm
Link Copied!

বিশেষ প্রতিবেদকঃ যাত্রী ও চালকের অসতর্কতার কারণে সড়ক দুর্ঘটনা ঘটে বলে মনে করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। এ জন্য বাসের ছাদে ও ট্রাকে যাত্রী না তোলার আহ্বান জানিয়েছেন আইজিপি।

আজ শনিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট মহাসড়কে নারায়ণগঞ্জের কাচপুর পয়েন্টে ওয়াচ টাওয়ার উদ্বোধনকালে আইজিপি এই মন্তব্য করেন। মহাসড়কের এই পয়েন্ট দিয়ে ঢাকা থেকে ২৭টি জেলায় যানবাহন যাতায়ত করে থাকে।

এ কে এম শহীদুল হক বলেন, দুর্ঘটনার বিভিন্ন কারণ আছে। এর মধ্যে বাসের ছাদে ও ট্রাকে যাত্রী তোলা একটি। কারণ ট্রাক হলো মালামাল পরিবহনের জন্য, যাত্রী বহনের জন্য নয়। রংপুরে ট্রাক উল্টে ১৬ জন নিহতর ঘটনা এরই এক অংশ বলে মন্তব্য করেন আইজিপি।

বিভিন্ন সময় এসব ব্যাপারে পদক্ষেপ নেওয়া হয়েছে। বিষয়গুলো তদারকির জন্য নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান পুলিশের মহাপরিদর্শক।

এ সময় নারায়ণগঞ্জর পুলিশ সুপার মঈনুল হকসহ পুলিশের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে আইজিপি কুমিল্লার দাউদকান্দি যান।

ওয়াচ টাওয়ার থেকে মাইকিং করে যানবাহন চলাচলের নিয়ম-নির্দেশনা দেওয়া হচ্ছে।

http://www.anandalokfoundation.com/