13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

৩৮তম বিসিএসের আবেদন শুরু ১০ জুলাই

admin
June 20, 2017 7:17 pm
Link Copied!

জব ডেস্ক:   আগামী ১০ জুলাই থেকে শুরু হচ্ছে ৩৮তম বিসিএসের আবেদন। ১০ আগস্ট পর্যন্ত আবেদন করা যাবে।

আজ  মঙ্গলবার সরকারি কর্মকমিশনের (পিএসসি) এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পিএসসির জনসংযোগ কর্মকর্তা (পিআরও) ইশরাত শারমীন ঈশিতা বিষয়টি জানিয়ে বলেন, এবারের বিসিএসের মাধ্যমে দুই হাজার ২৪ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দেওয়া হবে।

এবার প্রশাসনে ৩০০, আনসারে ৩১,নিরীক্ষাও হিসাবে ১১, অর্থনৈতিক  ছয়, পররাষ্ট্র ১৭ ও পুলিশে ১০০ জনকে নিয়োগ দেওয়া হবে।

পিএসসির পিআরও জানান, এ বছর ইংরেজি ও বাংলা-উভয় মাধ্যমে পরীক্ষা দেওয়া যাবে। অনলাইনে আবেদন করার সময় বিষয়টি উল্লেখ করতে হবে। আবেদনকারীদের অবশ্যইজাতীয় পরিচয়পত্র লাগবে।৩৮তম বিসিএসের লিখিত পরীক্ষার প্রতিটিখাতা দুজন করে পরীক্ষক দেখবেন।

http://www.anandalokfoundation.com/