13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

গোলাপগঞ্জের বাঘা গোলাপনগর শতভাগ বিদ্যুতের আওতায়

admin
June 19, 2017 10:02 pm
Link Copied!

গোলাপগঞ্জ প্রতিনিধি :গোলাপগঞ্জ উপজেলার বৃহত্তর গোলাপনগরে শতভাগ বিদ্যুৎ সরবরাহের কাজ সম্পন্ন হয়েছে। বিগত দু যুগ পূর্বে বাঘায় বিদ্যুতের আলো প্রবেশ করলেও অতিগুরুত্ব পূর্ণ বৃহত্তর গোলাপনগর এলাকার কান্দিগাওসহ আশপাশের অনেক বাড়িই বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত ছিল।

সম্প্রতি গোলাপনগর ও কান্দিগাঁওয়ের বঞ্চিত পরিবার গুলোতে বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে উদ্যোগ নেয়া হলে রবিবার আনুষ্ঠানিক ভাবে ৫০টি পরিবারে বিদ্যুৎ সরবরাহ করা হয়। এতে বাঘা ইউনিয়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও জনবহুল জনপদ বৃহত্তর গোলাপনগর এলাকা শতভাগ বিদ্যুতের আওতায় আসে।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের বিশেষ নির্দেশনায় পবিত্র ঈদুল ফিতরের পূর্বে অর্ধশত পরিবারে বিদ্যুৎ সরবরাহ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রোববার বিকেল সাড়ে ৫টায় বাঘা কন্দিগ্রামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সচিব গোলাপগঞ্জ এলাকা পরিচালক, সাংবাদিক আব্দুল আহাদ। এতে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রীর বিশেষ প্রতিনিধি জেলা আওয়ামীলীগের অন্যতম নেতা সৈয়দ মিছবাহ উদ্দিন।

বক্তব্য রাখেন গোলাপগঞ্জ জোনাল অফিসের এজিএম আব্দুর রশিদ, বিশিষ্ট সমাজসেবী হাজী আবুল কালাম, স্থানীয় ইউপি সদস্য কামাল আহমদ, বাঘা পরগনা বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল খালিক, বাঘা গোলাপনগর পশ্চিম গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোস্তাক আহমদ, গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির সদস্য হাজী আব্দুল আলীম, বীর মুক্তিযোদ্ধা উস্তার আলী, তরুন সমাজসেবী ছায়েম আহমদ।

উদ্বোধনী অনুষ্ঠানে মোনাজাত করেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবী আর্জমন্দ আলী। পরে এলাকাবাসীর উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়, এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফিনল্যান্ড প্রবাসী তরুণ সমাজসেবী বেলাল আহমদ, সমাজসেবী জাহাঙ্গীর আলম, বশির উদ্দিন, প্রবীন ব্যক্তিত্ব বিজিৎ কুমার দাস, সাইফুর রহমান প্রমুখ।

http://www.anandalokfoundation.com/