13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ে উ‌দ্বোধন হলো আন্তঃনগর শাটল ট্রে‌ন

admin
June 18, 2017 5:28 pm
Link Copied!

এন এ রবিউল হাসান লিটন, জেলা প্রতিনিধিঃ  দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে পঞ্চগড়ে উ‌দ্বোধন হলো আন্তঃনগর শাটল ট্রে‌ন। পঞ্চগড় রেল স্টেশনে নব নির্মিত ডুয়েল গেজ রেল লাইন পঞ্চগড়-দিনাজপুর-পার্বতীপুর রুটে ঢাকাগামী আন্তঃনগর একতা ও দ্রুতযান এক্সপ্রেস এর সাথে এক জোড়া শাটল ট্রেন চলাচলের উদ্বোধন করলেন রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক এমপি।
উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ‘বিএনপি-জামায়াতের শাসনামলে রেলপথ ছিল অবহেলিত। বর্তমান সরকার বরাদ্দ বাড়িয়ে রেলের উন্নয়নে অনেক কাজ করেছে। বিএনপি নেত্রী খালেদা জিয়া আন্দোলনের নামে নাশকতা চালিয়ে রেলের ব্যাপক ক্ষতি সাধন করেছেন। শেখ হাসিনা গড়েন, আর খালেদা জিয়া ধ্বংস করেন।’
তিনি স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে আগামী অল্প কিছুদিনের মধ্যে পঞ্চগড় থেকে সরাসরি আন্তঃনগর ট্রেন চালুর আশ্বাস দেন।
রেল মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পঞ্চগড়-২ আসনের সংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাঃ নুরুল ইসলাম সুজন, রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ইয়াসিন আলী এমপি, পঞ্চগড়-১ আসনের সংসদ নাজুমল হক প্রধান, সংসদ সদস্য সেলিনা জাহান লিটা, সাবেক সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, রেলওয়ের মহাপরিচালক আমজাদ হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান আমানুল্লাহ বাচ্চু, পঞ্চগড় জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সদর উপজেল চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, জেলা প্রশাসক অমল কৃষ্ণ মন্ডল, পুলিশ সুপার গিয়াস উদ্দীন আহামদ্।
পরে মন্ত্রী ফিতা কেটে রেলের পরিচালকের কাছে পতাকা হস্তান্তর করে ট্রেন চলাচলের উদ্বোধন করেন। শাটল ট্রেনটি প্রতিদিন রাত ৮টায় পঞ্চগড় স্টেশন থেকে দিনাজপুরের উদ্দেশ্যে ছাড়বে। অপর দিকে প্রতিদিন ভোর ৬ টা ৫৫ মিনিটে পঞ্চগড় স্টেশনে এসে পৌঁছাবে।
উল্যখ যে, ২০১৩ সালের ৩১ জানুয়ারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা পঞ্চগড়-দিনাজপুর-পাবর্তীপুর ১০৪ কিলোমিটার রেলপথ ডুয়েল গেজে উন্নীতকরণ নির্মাণ কাজের উদ্বোধন করেন। প্রায় ৯৮২ কোটি টাকা ব্যয়ে পঞ্চগড়-দিনাজপুর-পাবর্তীপুর পর্যন্ত ১০৪ কিলোমিটার রেলপথ ডুয়েল গেজে উন্নীতকরণ ১৫ টি রেল স্টেশন ও প্লাটফর্ম নির্মাণ, লেভেল ক্রসিং ও শেড নির্মাণ, ১৪০ মিটার ছোট-বড় ব্রিজ নির্মাণ সহ রেল যোগাযোগ আধুনিকায়নের কাজ সম্প্রতি শেষ হয়েছে রেলপথ মন্ত্রণালয়।
http://www.anandalokfoundation.com/