13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

দার্জিলিংয়ে অশান্তির পেছনে বিদেশি শক্তি

admin
June 18, 2017 1:27 am
Link Copied!

বিশেষ প্রতিবেদকঃ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিংসহ বিভিন্ন পাহাড়ি এলাকায় অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ে গোর্খা জনমুক্তি মোর্চাকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে এর পেছনে বিদেশি শক্তির মদদ রয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

আজ শনিবার পশ্চিমবঙ্গের মুখ্য প্রশাসনিক কার্যালয় ‘নবান্নে’ আয়োজিত এক বৈঠকে এসব কথা বলেন মমতা।

মমতা বলেন, ‘শান্তি বজায় রাখতে এবার পাহাড়ে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। তবে কেউ কথা বলতে চাইলে আলোচনার রাস্তা খোলা আছে। কিন্তু বনধ তুলে গণতান্ত্রিক পথে ফিরে এলেই আলোচনা হতে পারে।’

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আরো বলেন, ‘যে কোনো মূল্যে পাহাড়কে রক্ষা করতে হবে। যারা পাহাড়ের বুকে অশান্তি সৃষ্টি করছে, তাদের ঠাঁই নেই।’

বৈঠক শেষে মমতা বলেন, ‘পাহাড়ে শান্তি ও উন্নয়ন বজায় রাখতে সব বোর্ডকে নিয়ে যৌথভাবে কাজ করা হবে। মোর্চা পাহাড়ে যা করছে, তা ষড়যন্ত্র ও চক্রান্ত। বহুদিন ধরেই বেআইনিভাবে আগ্নেয়াস্ত্র জমা করা হচ্ছিল। এমনকি ভারতের জাতীয় পতাকা নিয়েও গুন্ডামি করা হচ্ছে পাহাড়ে।’

মমতা আরো বলেন, ‘আদালতের নির্দেশও মানছে না মোর্চা। পাঁচ বছর ক্ষমতা ভোগ করার পর পাহাড়ে জিটিএ নির্বাচন এগিয়ে আসতেই মোর্চার এই ষড়যন্ত্র শুরু হয়েছে। এই ষড়যন্ত্রের শেষ হওয়া উচিত। কেন্দ্রকে জানানো হয়েছে, ব্যবস্থা হচ্ছে।’ তিনি আরো বলেন, ‘উত্তরপূর্বের জঙ্গি ও বিদেশি শক্তির হাত রয়েছে মোর্চা আন্দোলনের পেছনে। কারণ, সন্ত্রাসবাদী চিন্তাধারাতেই অশান্তি ছড়ানো হচ্ছে। সন্ত্রাসবাদীদের সঙ্গেও মোর্চার যোগ রয়েছে। সন্ত্রাসবাদীদের কাছ থেকেই অস্ত্রশস্ত্র সংগ্রহ করছে মোর্চা।’

মমতা বলেন, ‘মোর্চা মিথ্যা কথা বলে পাহাড়ের মানুষকে খেপিয়ে তুলছে। তাই আপনারা মোর্চার কথায় বিশ্বাস করবেন না। পাহাড়কে রক্ষা করার জন্য যা যা করার, তা করা হবে। আমি পাহাড়ের সঙ্গে ছিলাম, আছি এবং থাকব।’

এদিকে  শনিবার সকালে  পৃথক গোর্খাল্যান্ডের দাবিতে সেন্ট জোসেফস কলেজের সামনে মোর্চার বিক্ষোভ শুরু হয়।

অন্যদিকে পুলিশের গুলিতে দুই মোর্চা সমর্থকের মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন মোর্চা নেতা বিনয় তামাং। পরে অবশ্য মোর্চার তরফে চার সমর্থকের মৃত্যু ও পাঁচজন আহত হয়েছে বলে দাবি করা হয়।

মোর্চার পক্ষ থেকে বলা হয়, পুলিশের গুলিতে মোর্চার অনিল রায়, বিমল শাসনকর ও মহেশ গুরুংয়ের মৃত্যু হয়েছে। তবে মোর্চার এই দাবিকে উড়িয়ে দিয়ে কলকাতার পশ্চিমবঙ্গ এডিজে (আইনশৃঙ্খলা) অনুজ শর্মা জানিয়ে দেন, পুলিশ কোনো গুলি চালায়নি। মোর্চাই গুলি চালিয়েছে।  মোর্চার হামলায় ৩৫ জন পুলিশ কর্মী আহত হয়েছেন বলেও দাবি করেন তিনি।

http://www.anandalokfoundation.com/