13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম তালিকা প্রকাশ

admin
June 5, 2017 12:22 pm
Link Copied!

বিশেষ প্রতিবেদক : ২০১৭-১৮ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশিত হয়েছে। শিক্ষার্থীভর্তির মনোনীতদের প্রথম তালিকা রোববারদিবাগত রাতে প্রকাশ করেছে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি। প্রকাশিত প্রথম তালিকায় ১২ লাখ ৪৯ হাজার ৮৪৮ শিক্ষার্থী একাদশ শ্রেণিতে ভর্তির জন্য মনোনীত হয়েছেন।

ঢাকা শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এবার ভর্তির জন্য আবেদন করেছিল ১৩ লাখ ১০ হাজার ৯৪৭ শিক্ষার্থী। প্রথম ধাপে সুযোগ পেয়েছে ১২ লাখ ৪৯ হাজার ৮৪৮ জন। বাকিরা দ্বিতীয় ও তৃতীয় পর্যায় প্রকাশিত ফলাফলে সুযোগ পাবে।

উচ্চ মাধ্যমিক স্তরে সরকারি-বেসরকারি কলেজে ভর্তির সরকারি ওয়েবসাইট (www.xiclassadmission.gov.bd) থেকে মনোনীতদের তালিকা পাওয়া যাবে। এ ছাড়া টেলিটকে মোবাইল এসএমএসের মাধ্যমেও মনোনীতদের খবর জানা যাবে।

একাদশে ভর্তির নীতিমালা অনুযায়ী, ভর্তি শুরু হবে ২০ জুন; ক্লাস শুরু হবে ১ জুলাই থেকে।জানা যায়, প্রথম পর্যায়ে ভর্তি ২০ জুন শুরু হয়ে শেষ হবে ২২ জুন। ঈদের ছুটির পর২৮ ও ২৯ জুন ভর্তি করা হবে। আর দ্বিতীয় পর্যায়ে মনোনীতদের ফল প্রকাশ করা হবে ১৩ জুন এবং তৃতীয় পর্যায়ের ফল প্রকাশ করা হবে ১৮ জুন।

http://www.anandalokfoundation.com/