13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

দেশে একদলীয় নয় এক ব্যক্তির শাসন চলছে

admin
May 23, 2017 11:25 am
Link Copied!

বিশেষ প্রতিবেদকঃ  ‘দেশে এখন একদলীয় নয়, এক ব্যক্তির শাসন চলছে।’ বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপির মহাসচিব। ওই অনুষ্ঠানের মাধ্যমে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন ঢাকা মহানগর বিএনপি দক্ষিণের নবগঠিত কমিটির নেতারা।

অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, ‘গোটা বিশ্বই এখন বৈরী সময় পার করছে। আর এই প্রতিকূল সময়েও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চেষ্টা করছেন গণমাধ্যমকর্মীরা।’

সাংবাদিকদের সাহসী ভূমিকার প্রশংসা করে বিএনপি মহাসচিব বলেন, ‘এখন চরম দুঃসময় পার করছে বাংলাদেশ।’

মির্জা ফখরুল বলেন, ‘সবচেয়ে খারাপ সময় এখন বাংলাদেশের। কারণ এখানে গণতন্ত্রের মুখোশ পরে আছে, যারা দেশ শাসন করছে। একটা মুখোশ পরে তারা প্রকৃতপক্ষে একটি একদলীয় শাসনব্যবস্থা চালু করেছে। শুধু একদলীয় বললেও ভুল হবে, এক ব্যক্তির শাসনব্যবস্থা এখানে চালু করেছে। এখানে মানবাধিকার বলতে কিছু নেই। গোটা বাংলাদেশের মানুষ জিম্মি হয়ে গেছে। এ জিম্মি অবস্থা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।’

বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে পুলিশি তল্লাশির নিন্দা জানিয়ে বিএনপির মহাসচিব অভিযোগ করেন, নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকেও প্রতিদিন নেতাকর্মীদের বিনা কারণে গ্রেপ্তার করছে পুলিশ।

মির্জা ফখরুল আরো বলেন, ‘গণতন্ত্রকে ধ্বংস করার যে চক্রান্ত, এ চক্রান্তের প্রতিবাদে আগামী ২৪ মে সোহরাওয়ার্দী উদ্যানে আমরা একটা জনসভা করব। আমরা জানি না এ জনসভা তারা করতে দেবে কি দেবে না। কিন্তু আমরা এ জনসভা করার জন্য সিদ্ধান্ত নিয়েছি। আমরা চাইব সরকারের শুভবুদ্ধির উদয় হবে। সরকার আমাদের এ জনসভা করার জন্য অনুমতি দেবে।’

অনুষ্ঠানে ঢাকা মহানগর বিএনপি দক্ষিণের সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল বলেন, ‘চূড়ান্ত আন্দোলনের মাধ্যমে এবার দাবি আদায় করে ঘরে ফিরবে ঢাকার নেতাকর্মীরা।’ তিনি আরো বলেন, ‘এ সংকল্প ব্যর্থ হবে না। এ সংকল্প ইস্পাত কঠিন সংকল্প।’

http://www.anandalokfoundation.com/