13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

রেইনট্রি হোটেল থেকে ভ্যাট আদায় ৮ লক্ষাধিক, জমা ৯ হাজার

admin
May 15, 2017 10:29 am
Link Copied!

বিশেষ প্রতিবেদকঃ রাজধানীর বনানীর আলোচিত রেইনট্রি হোটেল কর্তৃপক্ষ ক্রেতাদের কাছ থেকে আট লাখ ৩৭ হাজার টাকা ভ্যাট আদায় করেছে। কিন্তু হোটেল কর্তৃপক্ষ সরকারি খাতে জমা দিয়েছে মাত্র ৯ হাজার ৩২৬ টাকা।

এমনটি জানিয়ে রোববার একটি সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর।

অধিপ্তরের সহকারী পরিচালক দিপা রাণী হালদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের একটি দল আজ আলোচিত চার তারকা হোটেল রেইনট্রিতে অভিযান চালায়। হোটেলের প্রতিটি কক্ষে তল্লাশি করা হলে একটি কক্ষ থেকে ফক্স গ্রোভ ব্র্যান্ডের ১০ বোতল মদ উদ্ধার হয়। শুল্ক ফাঁকি দিয়ে মদ বিক্রির অভিযোগ তদন্তপূর্বক শুল্ক আইন ও মানিলন্ডারিং আইনে পৃথক দুটি মামলার প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এই আবাসিক হোটেলের বিরুদ্ধে ভ্যাট ফাঁকির অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এই প্রতিষ্ঠান ক্রেতার কাছ থেকে ৮ লাখ ৩৭ হাজার টাকা আদায় করেছে কিন্তু হোটেল কর্তৃটক্ষ সরকারি খাতে জমা দিয়েছে মাত্র ৯ হাজার ৩২৬ টাকা। এ ক্ষেত্রে এই হোটেল মালিক ৮ লাখ ২৭ হাজার টাকা আত্মসাৎ করেছে মর্মে প্রতীয়মান। এ ক্ষেত্রে মূল্য সংযোজন কর আইন ১৯৯১ অনুসারে মামলা করা হবে।

http://www.anandalokfoundation.com/