13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জে দুর্যোগাক্রান্তদেরকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেছে এনজিও পদক্ষেপ

admin
May 10, 2017 10:37 pm
Link Copied!

জাহাঙ্গীর আলম ভূঁইয়া,তাহিরপুর,সুনামগঞ্জ থেকে : সুনামগঞ্জ সদর উপজেলার প্রত্যন্ত  গ্রামে পাহাড়ী ঢল,কালবৈশাখী ঝড় ও অতিবৃষ্টিতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ দুর্যোগাক্রান্ত ১৫ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানসহ তাদের মধ্যে ঔষধপত্র বিতরণ করা হয়েছে।

পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র এবং মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরেটির সহযোগীতায় সদর উপজেলার লক্ষনশ্রী ইউনিয়নের জানিগাও গ্রামস্থিত আলহাজ্ব জমিরুন নূর উচ্চ বিদ্যালয়ে বুধবার দিনব্যাপি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বন্যায় ক্ষতিগ্রস্থ হতদরিদ্র চর্ম,পানিবাহিত, হার্টসহ বিভিন্ন ধরনের রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বারা  পরীক্ষা নিরীক্ষা করে বিনামূল্যে ব্যবস্থাপত্র ও ঔষধপত্র দেয়া হয়। এ উপলক্ষ্যে অনুষ্ঠিত এক উদ্বোধনী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন ডাঃ আশুতোষ দাস। স্বাগত বক্তব্য রাখেন পদক্ষেপ প্রধান কার্যালয়ের প্রতিনিধি হাসানুর রহমান পাভেল।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আজিজুল হকের সভাপতিত্বে ও পদক্ষেপ সমৃদ্ধি কর্মসূচীর কো-অর্ডিনেটর মোঃ মজিবুল হকের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মবর্তা ইসরাত জাহান,সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বদরুল কাদির সিহাব,মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া,জমিরুন নূর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফারুক আহমদ তালুকদার,লক্ষণশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অদুদ মিয়া। দিন ব্যাপী পরিচালিত হ্যাল্থ ক্যাম্পের আওতায় রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন, জেলা সিভিল সার্জন ডাঃ আশুতোষ দাস, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ আবুল কালাম,মেডিকেল অফিসার ডাঃ আক্তার উজ জামান আকন্দ ও ডাঃ সাইদুর রহমান। চিকিৎসা সেবায় সহায়তা করেন, স্বাস্থ্য সহকারী সুলতান মাহমুদ ও জাহিদ হাসান।

ঔষধ বিতরণ কার্যক্রমের দ্বায়িত্বে ছিলেন এমআইএস অফিসার মোঃ মনিরুজ্জামান,ব্রাঞ্চ ম্যানেজার বাদল হোসেন,ব্রাঞ্চ ম্যানেজার নিয়াজ মোর্শেদ, আলমগীর হোসেন ও  আবদুর রহিম । পদক্ষেপ এরিয়া ম্যারেজার মোঃ মজিবুল হক জানান সুনামগঞ্জ সদর, জামালগঞ্জ ও জগন্নাথপুর উপজেলায় এ ধরনের আরও ৩টি মেডিকেল  ক্যাম্প সম্পন্ন করা হয়েছে। আগামী ১২ মে জেলার শাল্লা উপজেলার শ্যামারচর এলাকার ব্রজেন্দ্রগঞ্জ উচ্চ বিদ্যালয়ে পরবর্তী কর্মসুচির মাধ্যমে দুর্যোগাক্রান্ত লোকদেরকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেয়া হবে।

সভায় পদক্ষেপ প্রধান কার্যালয়ের ডেপুটি ম্যানেজার হাসানুর রহমান পাভেল জানান,সুনামগঞ্জে চলতি দুর্যোগ মোকাবেলার অংশ হিসেবে আমরা জেলার বিভিন্ন এলাকায় সুদমুক্ত গৃহ ও কৃষি ঋণদান,বিনামূল্যে সব্জি বীজ প্রদান,উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত,গোখাদ্য প্রদান,বাড়ীর আঙ্গিনায় সবজি চাষ,গাছের চারা বিতরন,বেকারদের চাকুরী প্রদান,যুবক-যুবতীদেরকে বিভিন্ন মৌলিক বিষয়ে প্রশিক্ষণ প্রদানসহ বিভিন্ন কর্মসুচি বাস্তবায়ন করবো।

http://www.anandalokfoundation.com/