13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

আর এক ম্যাচ জিতলেই শিরোপা চেলসির

admin
May 9, 2017 10:40 am
Link Copied!

স্পোর্টস ডেস্কঃ ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জয়টা চেলসির এখন কেবল সময়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। শেষ তিন ম্যাচের আর একটিতে জিতলেই এবারের আসরের শিরোপা বগলদাবা করবে কন্তের শিষ্যরা। সোমবার ঘরের মাঠে মিডলসবরোকে গোলে হারিয়েছে ব্লুজরা। সর্বশেষ ২০১৪১৫ মৌসুমে প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছিল চেলসি। এবার শিরোপা  থেকে কেবল নিশ্বাস দূরত্বে রয়েছে দিয়েগো কস্তার দল।

আগামী শুক্রবার ওয়েস্ট ব্রমকে হারাতে পারলেই তিন বছরে দ্বিতীয়বারের মতো শিরোপা জয়ের উৎসব করবে চেলসি। ব্লুজরা শিরোপা দেখতে পেলেও অন্ধকার দেখছে মিডলসবরো। কারণ, ম্যাচের পর ম্যাচে পরাজয় দেখা মিডলসবরোকে আগামী মৌসুমে চ্যাম্পিয়নশিপে অংশ নিতে হবে।  শিরোপা প্রায় নিশ্চিত করে ফেলার ম্যাচে ৩০০তম জয়ের রেকর্ড গড়ল চেলসি। প্রিমিয়ার লিগে জয়ের বিচারে তাদের সামনে রয়েছে কেবল ম্যানচেস্টার ইউনাইটেড (৩৪৭) আর্সেনাল (৩০৬)

ঘরের মাঠে শুরু থেকেই ম্যাচে আধিপত্য বিস্তার করে খেলতে থাকে চেলসি। ম্যাচের দ্বিতীয় মিনিটে সাবেক বার্সেলোনা তারকা সেস ফেব্রিগাসের বাড়িয়ে দেওয়া মার্কোস আলোনসোর শট ক্রসবারে লেগে ঘুরে আসে। গোলরক্ষকের হাতে লেগে বলটা গোলবারে লাগে। এর কয়েক মিনিট পর ফেব্রিগাসের শট গোলপোস্টের বাইরে দিয়ে চলে যায়।

তবে গোলের জন্য খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি ব্লুজদের। ২৩তম মিনিটে সেই ফেব্রিগাসের বাড়ানো বলেই গোল করেন স্প্যানিশ তারকা কস্তা। প্রায় ফাঁকায় বল পেয়ে গোলরক্ষককে পরাস্ত করতে খুব একটা বেগ পেতে হয়নি কস্তাকে। ৩৪তম মিনিটে দুর্দান্ত গোল করে ব্যবধানটা দ্বিগুণ করেন মার্কোস আলোনসো। গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় চেলসি

বিরতির পরও ম্যাচের লাগামটা নিজের হাতে রাখে চেলসি। পেদ্রোর শট গোলবারে লাগলে গোলবঞ্চিত হয় দলটি। আলোনসো বলে পা ছোঁয়াতে ব্যর্থ হলে আবার হতাশ হতে হয় চেলসিকে। ম্যাচের ৬৫ মিনিটে গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন মাটিচ। এরপর আরো বেশ কয়েকটি সুযোগ পেয়েছিল চেলসি। তবে সেখান থেকে গোল করতে ব্যর্থ হয় দলটি

এই জয়ে ৩৫ ম্যাচ থেকে ৮৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষেই রইল চেলসি। ব্লুজদের চেয়ে পয়েন্ট পিছিয়ে টটেনহ্যাম হটস্পার

http://www.anandalokfoundation.com/