13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

আত্মসমর্পণ করলে জলদস্যুদের বিদেশে পাঠানোর আশ্বাস

admin
April 29, 2017 8:44 pm
Link Copied!

বিশেষ প্রতিবেদক : দস্যুতা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসা জলদস্যুদের প্রয়োজনে প্রশিক্ষণ দিয়ে বিদেশে পাঠানোর আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খাঁন কামাল। তবে দস্যুরা আত্মসমর্পণ না করে চ্যালেঞ্জ দিলে তা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

আজ শনিবার দুপরে পটুয়াখালী শিল্পকলা একাডেমি মিলনায়তনে জলদস্যুদের আত্মসমর্পণ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকার ফিরে আসা জলদস্যুদের পুনর্বাসনের জন্য ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। যারা স্বাভাবিক জীবনে ফিরে আসবে না তাদের কোনো রকম ছাড় দেওয়া হবে না। ফিরে আসা জলদস্যুদের স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য প্রয়োজনে ট্রেনিং দিয়ে বিদেশে

কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘এর আগে যাঁরা দস্যুতা করতেন, তাঁরা ভুল। তাঁরাযেগুলো কর্মকাণ্ড করছেন, সেগুলো ভুল করছেন। সেখান থেকে বেরিয়ে এসে আত্মসমর্পণ করছেন। এরই মধ্যে অনেক বনদস্যু-জলদস্যু ফিরে এসেছেন, র্যাবের মাধ্যমে আত্মসমর্পণ করেছেন।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আজকেও লাদেন (আলিফ) বাহিনী, কবিরাজ বাহিনী একটি বিরাট দল, প্রায় ২৫ জন— এই দুই দল স্যারেন্ডার (আত্মসমর্পণ) করল। তারা এইভাবে স্যারেন্ডার না করলে, সে মাদক ব্যবসায়ী হোক কিংবা বনদস্যু-জলদস্যুই হোক তার নিস্তার থাকবে না। হয় তাকে আইনের হাতে সোপর্দ হতে হবে, নতুবা আমাদের যদি চ্যালেঞ্জ করে সেই চ্যালেঞ্জ আমরা মোকাবিলা করব।’

স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ‘আমরা মনেকরি, সুন্দরবনে জেলেরা নিরাপদে যেমন মাছ ধরবেন, বাওয়ালি-মাওয়ালিরা তাঁদের জীবিকা অর্জনে নিরাপদে ঘুরে বেড়াবেন, ঠিক পর্যটকরাও তেমনি নিরাপদে এখানে ঘুরে বেড়াবে। এখন পর্যটকরা এ জলদস্যুদের অত্যাচারে নিরাপদে ঘুরতে পারে না, তাঁরা লঞ্চে করে ঘুরে বেড়ায়। আমরা সুন্দরবনকে সারা বিশ্বের কাছে একটি আকর্ষণীয় জায়গায় রূপান্তরের জন্যকাজ করছি। তাই সুন্দরবনকে জলদস্যু, বনদস্যু ও ডাকাতমুক্ত করার জন্য সর্ব প্রকার নিরাপত্তার ব্যবস্থা করছি।’

আজ স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে সুন্দরবনের কুখ্যাত জলদস্যু হিসেবে পরিচিত আলিফ বাহিনীর ১৯ সদস্য ও কবিরাজবাহিনীর ছয় সদস্য আত্মসমর্পণ করেছেন। এ সময় তাঁদের কাছে থাকা বিপুল পরিমাণ অস্ত্রও জমা দেন। এ সময় আলিফ বাহিনীর প্রধান আলিফ ওরফে দয়াল, কবিরাজ বাহিনীরপ্রধান ইউনুস আলী মোল্লা ওরফে কবিরাজ ওরফে দয়ালসহ মোট ২৫ জন জলদস্যু আত্মসমর্পণ করেন।  শিল্পকলা একাডেমির মিলনায়তনে আনুষ্ঠিকভাবে এ আত্মসমর্পণের আয়োজন করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৮) পটুয়াখালী ক্যাম্প। এ সময় র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ ও র‌্যাব ৮-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আনোয়ার উজ জামানসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। এ ছাড়া সেখানে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

http://www.anandalokfoundation.com/