13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

পিঠে বড়শি গেঁথে শুন্যে ঘুরলেন সন্যাসী

admin
April 13, 2017 11:05 pm
Link Copied!

Ranisonkail chorok puja

রাণীশংকৈল (ঠাকুরগাও)  প্রতিনিধি ঃ ঠাকুরগাওয়ের রাণীশংকৈল ডাঙ্গীপাড়া টাঙ্গণ নদীর তীরে বুধবার সন্ধ্যায় চড়ক পুজার আয়োজন করা হয়। আর তা দেখতে উৎসাহ উদ্দীপনার সাথে হাজার হাজার মানুষের ঢল নামে। হিন্দু ধর্মাবলম্বীদের শত বছরের পুরনো ঐতিহ্যবাহী চড়ক পুজা ও মেলা পুজার মূল আকর্ষণ চড়ক খুল্লি দেখতে আসে কয়েক হাজার নারী পুরুষ। জেলার রাজা পুকুর এলাকার লক্ষীন্দর (৩২) সন্যাসী পিঠে বড়শি গেঁথে শুন্যে ঘুরলেন। তাক লাগিয়ে দিলেন উপস্থিত সবাইকে। সন্যাসীর পিঠে ফোঁড়ানো হয় লোহার দুইটি বড়শি। বাঁশের এক প্রান্তে বড়শির সাথে রশি বেঁধে ঝুলিয়ে দেওয়া হয়। অপরপ্রান্তে রশি বেঁধে কয়েকজন যুবক তাকে চড়ক গাছের চারিদিকে ঘুরায়। শুন্যে ঘুরতে থাকে সন্যাসী, হাত তালি দিতে থাকে দর্শনার্থীরা। হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ ও পুজা উদযাপন কমিটি নেকমরদ ইউনিয়ন শাখার আয়োজনে মেলার প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাও-৩ সাংসদ অধ্যাপক মো. ইয়াসিন আলী। ৩০১ সাংসদ মোছা. সেলিনা জাহান লিটা, জেলা পরিষদ সদস্য আব্দুল কাদের, ইউপি চেয়ারম্যান মো. এনামুল হক প্রমুখ।

http://www.anandalokfoundation.com/