13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

লক্ষ্মীপুরের কমলনগরে গৃহবধু গণধর্ষণ মামলায় ৪ জনের মৃত্যুদন্ড

admin
March 29, 2017 9:36 pm
Link Copied!

লক্ষ্মীপুর প্রতিনিধি ঃ লক্ষ্মীপুরের কমলনগরে রহিমা খাতুন নামের এক গৃহবধুকে গণধর্ষণ দায়ে ৪ জনকে মৃত্যুদন্ডের আদেশ দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত।

(আজ) বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ড. আবুল কাশেম চৌধুরী এ রায় দেন। এসময় মৃত্যুদন্ড প্রাপ্ত ৪ জনের প্রত্যককে ২০ হাজার টাকা করে জরিমানার আদেশ দেয়া হয়। অভিযোগ প্রমাণিত না হওয়ায় আনোয়ার নামের ওপর এক আসামীকে এ মামলা থেকে বেকসুর খালাস প্রদান করেন আদালত। মৃত্যুদন্ডপ্রাপ্তরা হলেন, সানাউল্লাহ, আবদুর রহিম, হারুন ও আবুল কাসেম ওরফে কাসেম মাঝি। এরা সবাই কমলনগরের চর কাদিরা ইউনিয়নের বাসিন্দা।

আদালত সূত্র জানায়, ২০১৪ সালের ২২ ডিসেম্বর গভীর রাতে কমলনগর উপজেলার চর কাদিরা এলাকায় জোরপূর্বক ওই গৃহবধুর বসত ঘরে  ঢুকে পালাক্রমে তাকে গণধর্ষণ করে অভিযুক্তরা। গণধর্ষণ শেষে ওই গৃহবধুর গোপনাঙ্গে খুটি দিয়ে নির্যাতন করে তারা। এ ঘটনায় ভিকটিমের স্বামী রফিক উল্যা বাদী হয়ে ২৯ ডিসেম্বর কমলনগর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে ৫জনকে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ ২০১৫ সালের ৩১ ডিসেম্বর আদালতে এ মামলার চার্জশীট দাখিল করে। বাদী ও বিবাদী পক্ষের আইনজীবীদের দীর্ঘ শুনানী ও ৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে (আজ) দুপুরে বিজ্ঞ আদালত এ রায় দেন। রাষ্ট্রপক্ষের কৌশলী এপিপি এডভোকেট আবুল বাসার এ রায়ে সন্তোষ প্রকাশ করেন।

http://www.anandalokfoundation.com/