13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

আগামী নির্বাচনই অনিশ্চিত

admin
March 22, 2017 5:03 pm
Link Copied!

বিশেষ প্রতিবেদক :   আগামী নির্বাচন এখনো অনিশ্চিত বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বুধবার  জিয়া পরিষদের নেতাদের সঙ্গেনিয়ে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন ফখরুল।

বিএনপির মহাসচিব অভিযোগ করে বলেন, অন্য রাজনৈতিক দলগুলোকে সভাসমাবেশ করতে দেওয়া হচ্ছে না। অথচ সরকারি খরচে প্রধানমন্ত্রী দলীয় প্রতীকের পক্ষে ভোট চাইছেন। ‘এই নির্বাচনের বিষয়টাই এখনো নিশ্চিত নয়। রাষ্ট্রীয় ব্যয় নির্বাহ করে রাষ্ট্রের পয়সায় তিনি (প্রধানমন্ত্রী)হেলিকপ্টারে করে মিটিং, সে সমস্ত তিনি প্রত্যেকটি সভাতে আপনার সরকারকে, সরকারি রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে জনসভা করছেন এবং সেখানে তিনি ভোটের ক্যাম্পেইন করছেন’, বলেন ফখরুল।

‘অন্যদিকে সমস্ত বিরোধী দলগুলোকে তারা ঘরের মধ্যে আটকে রেখেছেন। আমাদেরকে, বিএনপিকে একটা জনসভা পর্যন্ত করার অনুমতি দেওয়া হয় না ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে এবং কোনো মিটিং-মিছিল করতে দেওয়া হয় না’, যোগ করেন ফখরুল।

ফখরুল বলেন, সরকারের নতজানু নীতির কারণেই ভারতের কাছ থেকে ন্যায্য হিস্যা আদায় করতে পারছে না বাংলাদেশ। এরই মধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে দেশের স্বার্থবিরোধী চুক্তির।

http://www.anandalokfoundation.com/