13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

নবীগঞ্জ ঐতিহ্যবাহী সোজাপুর কালচাঁদ জিউর আখড়ায় ৩ দিনব্যাপী শ্রী শ্রী হরিনাম লীলা সংকীর্তন মহোৎসব সম্পন্ন

admin
March 15, 2017 5:54 pm
Link Copied!

উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ থেকেঃ নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের সোজাপুর গ্রামের ঐতিহ্যবাহী কালচাঁদ জিউর আখড়ায় ৩ দিনব্যাপী শ্রী শ্রী হরিনাম লীলা সংকীর্তন মহোৎসব বিভিন্ন অনুষ্টান মালার মধ্য দিয়ে আজ বুধবার দুপুরে সম্পন্ন হয়েছে।

অনুষ্টানমালার মধ্যে ছিল গীতাপাঠ,মঙ্গলঘট স্থাপন, অধিবাস,লীলাকীর্তন,দধিভান্ড ভঞ্জন ও মহাপ্রসাদ বিতরন। আখড়ার সেবায়েত শ্রী কৃষ্ণ গোস্বামী ও শ্রীমতি কল্পনা গোস্বামীর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্টান কীর্থন পরিবেশন করেন সানেশ্বর বিয়ানীবাজারের দেবাশীষ দাশ,চুনঘর কুলউড়ার বিদ্যুৎ মল্লিক,জকিগঞ্জ সিলেটের মিন্টু চক্রবর্ত্তী,জামালগঞ্জ সুনামগঞ্জের শ্রীমতি আশা রানী দাশ। জাকজমকপূর্ন অনুষ্টানমালায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী,নবীগঞ্জ উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেল,উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক বিধান ধর, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের দপ্তর সম্পাদক অমলেন্দু সুত্রধর,উইপি সদস্য নুরুল হক। এ সময় উপস্থিত ছিলেন, আখড়ার সেবায়েত পরিবারের কংকন,গোস্বামী, বিপ্লব গোস্বামী,পানু চন্দ,ক্ষুদ্র বহুমুখী ব্যসায়ী সমিতির সাধারন সম্পাদক মহেন্দ্র রায়, রাজিব কুমার রায় ,বিজয় দাশ,প্রদীপ রায়সহ গ্রামের অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্টানে ঐতিহ্যবাহী এ আখড়ার শিষ্য বড়লেখা দক্ষিনভাগের কান্ত শীল আখড়ার নাটমন্ডপ নির্মানের জন্য নদগ ৬ লক্ষ টাকা অনুদানের প্রতিশ্র“তি দেন।

http://www.anandalokfoundation.com/