13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ে লার্নিং এন্ড আর্নিং মেলা অনুষ্ঠিত

admin
March 15, 2017 12:10 pm
Link Copied!

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ”হবো জয়ী, আমরা দুর্বার, ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে আইসিটি হবে হাতিয়ার” এই প্রতিপাদ্যে হাজারো বেকারের কর্মসংস্থানের মূলমন্ত্র নিয়ে পঞ্চগড়ে দিনব্যাপী লার্নিং এন্ড আর্নিং মেলা অনুষ্ঠিত হয়েছে।
পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্ত্বরে সরকারের আইসিটি ডিভিশনের আয়োজনে লার্নিং এন্ড আর্নিং মেলার উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক বনমালী ভৌমিক।
এ সময় ভৌমিক বলেন, “যুগের সাথে তাল মিলিয়ে চলছে হলে প্রত্যেক অভিভাবকের উচিত তার সন্তানের হাতে ল্যাপটপ তুলে দেয়া। দেশে যে হারে শিক্ষিত যুবক রয়েছে সে হারে কর্মসংস্থান নেই। তাই বিকল্প কর্মসংস্থানের জন্য আউটসোর্সিংয়ের কোন বিকল্প নেই।”
সেমিনারে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক অমল কৃষ্ণ মন্ডল, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আমানুল্লাহ বাচ্চু, পুলিশ সুপার গিয়াস উদ্দিন আহমদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল আলীম খান ওয়ারেশী, পৌর মেয়র তৌহিদুল ইসলাম, প্রবীন সাংবাদিক অজিত কুমার সরকার।
দিনব্যাপী লার্নিং এন্ড আর্নিং মেলায় সেমিনারে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। শিক্ষা প্রতিষ্ঠান, কম্পিউটার সেলস এন্ড ট্রেইনিং প্রতিষ্ঠানসহ সরকারি বে-সরকারি ২২ স্টল অংশ নেয়। পরে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
http://www.anandalokfoundation.com/