13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন

admin
March 12, 2017 6:17 pm
Link Copied!

বিশেষ প্রতিবেদকঃ সপ্তাহের প্রথম কার্যদিবসে আজ রোববার দিনশেষে দেশের উভয় শেয়ারবাজারে সূচকের মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। তবে বেড়েছে কোম্পানির শেয়ারের লেনদেন। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত বৃহস্পতিবারের চেয়ে ১০০ কোটি ১৩ লাখ টাকার লেনদেন বেড়েছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, রোববার ডিএসইতে শেয়ার লেনদেন হয়েছে এক হাজার ২৮৫ কোটি ৪৯ লাখ টাকার, যা আগের দিনের তুলনায় ১০০ কোটি ১৩ লাখ টাকা বেশি। গত বৃহস্পতিবার এক হাজার ১৮৫ কোটি ৩৬ লাখ টাকার বিভিন্ন কোম্পানির মিউচুয়াল ফান্ড ও শেয়ার লেনদেন হয়েছিল।

এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩৩০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৪৫টির, কমেছে ১৪৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টি কোম্পানির শেয়ারের দর।

আজ রোববার ডিএসইএক্স সূচক ৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৬৭৬ পয়েন্টে। ডিএসইএস সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৩০৮ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ৫৫ পয়েন্টে।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ওঠানামার মধ্য দিয়ে বেড়েছে বেশির ভাগ কোম্পানির মিউচুয়াল ফান্ড ও শেয়ার দর। এদিন সিএসইতে ৭৮ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আজ সিএএসপিআই সূচক ১২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৫৮৩ পয়েন্টে। সিএসসিএক্স সূচক ৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৬৫৯ পয়েন্টে।

সিএসই৩০ সূচক ৩০ পয়েন্ট কমে ১৫ হাজার ২৫৮ পয়েন্টে, সিএসই৫০ সূচক দশমিক ৮০ পয়েন্টে বেড়ে এক হাজার ২৮৯ পয়েন্টে এবং সিএসআই সূচক ৪ পয়েন্ট কমে এক হাজার ১৮৮ পয়েন্টে অবস্থান করছে।

এদিন সিএসইতে লেনদেনে অংশ নেয় মোট ২৫৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১১৫টির, কমেছে ১০৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টি কোম্পানির শেয়ারের দর।

http://www.anandalokfoundation.com/