13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

সপ্তাহের শেষ দিনে বেড়েছে সূচক কমেছে লেনদেন

admin
March 10, 2017 12:07 am
Link Copied!

অর্থনৈতিক ডেস্কঃ সপ্তাহের শেষ কার্যদিবস আজ বৃহস্পতিবার দেশের উভয় শেয়ারবাজারে সূচক বাড়লেও কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের লেনদেন। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকালের চেয়ে লেনদেন কমেছে ১১৬ কোটি ৭৫ লাখ টাকা।

বাজার বিশ্লেষণে দেখা যায়, এদিন ডিএসইতে শেয়ার লেনদেন হয়েছে এক হাজার ১৮৫ কোটি ৩৬ লাখ টাকার, যা আগের দিনের তুলনায় ১১৬ কোটি ৭৫ লাখ টাকা কম। গতকাল বুধবার এক হাজার ৩০২ কোটি ১১ লাখ টাকার মিউচুয়াল ফান্ড ও শেয়ার লেনদেন হয়েছিল।

এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩৩০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৫৭টির, কমেছে ১২২টির এবং অপরিবর্তিত রয়েছে ৫১টি কোম্পানির শেয়ারের দর।

আজ ডিএসইএক্স সূচক ২১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৬৭১ পয়েন্টে। ডিএসইএস সূচক ৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৩১২ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ৪৯ পয়েন্টে।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও কমেছে লেনদেন হওয়া বেশির ভাগ কোম্পানির মিউচুয়াল ফান্ড ও শেয়ার দর। এদিন সিএসইতে ৬৪ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেদেন হয়েছে।

আজ সিএএসপিআই সূচক ৯০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৫৮০ পয়েন্টে। সিএসসিএক্স সূচক ৫১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৬৫৮ পয়েন্টে।

সিএসই৩০ সূচক ৫৪ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ২৯৬ পয়েন্টে, সিএসই৫০ সূচক ৬ পয়েন্টে বেড়ে এক হাজার ২৮৯ পয়েন্টে এবং সিএসআই সূচক ৪ পয়েন্ট বেড়ে এক হাজার ১৯৩ পয়েন্টে দাঁড়িয়েছে।

এদিন সিএসইতে লেনদেনে অংশ নেয় মোট ২৫১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৪৩টির, কমেছে ৭১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টি কোম্পানির শেয়ারের দর।

http://www.anandalokfoundation.com/