13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

শেয়ারবাজারে সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেন

admin
March 8, 2017 9:41 pm
Link Copied!

বিশেষ প্রতিবেদকঃ সপ্তাহের চতুর্থ কার্যদিবস আজ বুধবার দেশের উভয় শেয়ারবাজারে সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেন। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকালের চেয়ে ১৭৪ কোটি ৫৫ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ ডিএসইতে শেয়ার লেনদেন হয়েছে এক হাজার ৩০২ কোটি ১১ লাখ টাকার, যা আগের দিনের তুলনায় ১৭৪ কোটি ৫৫ লাখ টাকা বেশি। গতকাল মঙ্গলবার এক হাজার ১২৭ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩৩০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১১৪টির, কমেছে ১৭৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টি কোম্পানির শেয়ারের দর।

এদিন ডিএসইএক্স সূচক ২৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে পাঁচ হাজার ৬৪৯ পয়েন্টে। ডিএসইএস সূচক ১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৩০৯ পয়েন্টে। ডিএস ৩০ সূচক ৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ৪০ পয়েন্টে।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বাড়ার পাশাপাশি বেড়েছে সূচকও। এদিন সিএসইতে ৮৪ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এদিন সিএএসপিআই সূচক ৮৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৪৮৯ পয়েন্টে। সিএসসিএক্স সূচক ৫০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৯০৭ পয়েন্টে।

সিএসই৩০ সূচক ১১৮ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ২৪১ পয়েন্টে, সিএসই৫০ সূচক ৮ পয়েন্টে বেড়ে এক হাজার ২৮৩ পয়েন্টে এবং সিএসআই সূচক ১ পয়েন্ট বেড়ে এক হাজার ১৮৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

সিএসইতে লেনদেনে অংশ নেয় মোট ২৫৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১০৪টির, কমেছে ১২১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টি কোম্পানির শেয়ারের দর।

 

http://www.anandalokfoundation.com/