13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

এক তৃতীয়াংশ শিল্প ইউনিট বন্ধ কেরানীগঞ্জ শিল্প নগরী

admin
March 7, 2017 2:35 pm
Link Copied!

বিশেষ প্রতিবেদক :  রাজধানী ঢাকার কেরানিগঞ্জ শিল্প নগরীর এক-তৃতীয়াংশই  গ্যাস-বিদ্যুতের অভাবে উৎপাদন সক্ষমতায় কাজেই লাগানো যাচ্ছে না’।

গ্যাস সংযোগ না থাকায় এক দশকের পুরনো এ শিল্পাঞ্চলের প্রায় এক তৃতীয়াংশ শিল্প ইউনিট পুরোপুরি বন্ধ। বিসিকের এই শিল্পনগরীতে আছে নিরাপত্তা সমস্যাও। ব্যবসায়ী ও উদ্যোক্তারা বলছেন, গ্যাস সংযোগ পেলেই উৎপাদনে নতুন উদ্যোম পেতে পারে এ শিল্পাঞ্চল।

ঢাকা শিল্পনগরী। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের বিশেষ সুবিধা দিতে ২০০৭ সালে ২৫ একর জমিতে গড়ে তোলা হয় এই শিল্পাঞ্চল। রাজধানীর অদূরে কেরানীগঞ্জের এই বিসিক শিল্পনগরীতে ১৬৫টি প্লট বরাদ্দ দেয়া হয় ১২৫টি শিল্প ইউনিটকে। বর্তমানে এখানকার কারখানাগুলোতে উৎপাদিত কীটনাশক, চামড়াজাত ও পোশাকখাতের দরকারি পণ্য, অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে রপ্তানিও হচ্ছে।

বিসিক শিল্পনগরী কেরানীগঞ্জের শিল্পনগরী কর্মকর্তা মো. তাজুল ইসলাম ভূঁঞা বলেন, ‘এখানে গার্মেন্টস আছে, লাইট ইঞ্জিনিয়ারিং আছে, চামড়ার কারখানা আছে। বিদ্যুতের সমস্যা অনেকটাই কেটে গেছে। সম্ভাবনার ৭০ শতাংশ আমরা পেয়ে গেছি।’

শিল্প মালিকরা বলছেন, গ্যাস সংযোগ না থাকায় শতভাগ উৎপাদনে যেতে পারছে না চালু ৯৪টি শিল্প ইউনিট। বাকিগুলো রয়েছে পুরোপুরি বন্ধ। সেই সঙ্গে জানান, ১০ বছর পরও চিহ্নিত হয়নি সীমানা প্রাচীর।

কেরানীগঞ্জ শিল্পমালিক সমিতির সভাপতি হোসাইন এ শিকদার বলেন, ‘কিছু কিছু বিষয় আছে যেগুলোকে একটু বড় করেই দেখতে হয়। ইন্ডাস্ট্রিয়াল পুলিশের জন্য যদি এখানে একটা ক্যাম্প করা হয় তাহলে আমি মনে করি, নির্বিঘ্নে চমৎকার একটা নিরাপত্তা পাওয়া যাবে।’

তবে সরেজমিনে পরিদর্শন শেষে এই শিল্পনগরীর সমস্যা সমাধানে উদ্যোগ নেয়ার আশ্বাস দিলেন শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হাজী রহিম উল্লাহ।

তিনি বলেন, ‘এখানে কি কি সমস্যা আছে, এটা কেন রুগ্ন হচ্ছে? আমাদের এখানে গ্যাস মোটেই নাই। গ্যাস ছাড়া কোন শিল্প চলে না। গ্যাসের পাশাপাশি সড়ক, পয়নিষ্কাশন এবং বিদ্যুৎ এই বিষয়গুলোর সমাধান ঘটানোর জন্য বেসিক শিল্প নগরীর বিপ্লব ঘটানোর জন্য আমি সরজমিনে এসে তদন্ত করলাম।’

ব্যবসায়ীরা বলছেন জ্বালানি সুবিধা বাড়াতে ব্যবসায়ীদের দাবি এবং কর্তৃপক্ষের আশ্বাস এই দুইয়ের বাস্তবায়ন দ্রুত করা হলেই কেবল দেশের সার্বিক শিল্পোন্নয়নে এই শিল্প নাগরীর সক্ষমতার সবটুকু ব্যবহার নিশ্চিত করা

http://www.anandalokfoundation.com/