13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

মানবসম্পদে দক্ষতার উন্নয়ন হলে বাড়বে আয়

admin
March 3, 2017 11:57 pm
Link Copied!

বিশেষ প্রতিবেদকঃ নারী-পুরুষ প্রত্যেককেই কোনো না কোনোভাবে ব্যবস্থাপনার দায়িত্ব পালন করতে হয়।’ প্রেরণা, প্রশিক্ষণ ও সহযোগিতা পেলে অনেকেই ভালো করতে পারবেন বলে মনে করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. রাশেদা কে চৌধুরী।

আজ শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত ষষ্ঠ আন্তর্জাতিক মানবসম্পদ সম্মেলনে ড. রাশেদা কে চৌধুরী এ কথা জানান। বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান রিসোর্সেস ম্যানেজমেন্ট ওই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. রাশেদা কে চৌধুরী বলেন, ‘অভিজ্ঞতা, জ্ঞান ও ভাবনা বিনিময়ে এমন সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’

ড. রাশেদা কে চৌধুরী বলেন, ‘প্রত্যেক মানুষ প্রেরণা ও প্রশিক্ষণ পেয়ে দক্ষ পেশাজীবী হয়ে উঠতে পারে। তবে যদি মানবসম্পদ ব্যবস্থাপনাকে তুলে ধরার যথাযথ কৌশল না থাকে আমরা আমাদের উদ্দেশ্যে পৌঁছাতে পারব না।’

বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের সভাপতি মো. মোশাররফ হোসেন জানিয়েছেন, বিদেশি দক্ষ মানুষ এ দেশ থেকে প্রচুর টাকা নিয়ে যাচ্ছে।

দেশের মানবসম্পদের দক্ষতা বাড়ানোর তাগিদ দিয়ে ওই সংস্থার সভাপতি মোশাররফ হোসেন বলেন, ‘আমরা এক কোটি লোক পাঠিয়ে যে টাকাগুলো আনছি, তার চেয়ে বেশি টাকা কিন্তু অন্য দেশের দক্ষ লোক এদেশে এসে নিয়ে যাচ্ছে। দক্ষতার উন্নয়ন ঘটালে যেমন আমরা বাইরে থেকে বেশি আয় করতে পারব, তেমনি বিভিন্ন দেশ থেকে দক্ষ লোক আনা কমিয়ে ফেলতে পারব।’

সম্মেলনের এবারের প্রতিপাদ্য ‘পরিবর্তনের জন্য বিনিময়’। আর এতে অংশ নিচ্ছেন দেশ-বিদেশের প্রায় এক হাজার মানবসম্পদ পেশাজীবী।

সম্মেলনে বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের সহসভাপতি মাশেকুর রহমান খান বলেন, ‘সরকারি সহযোগিতা ছাড়া আমরা মানবসম্পদ বিষয়ক পেশাজীবীরা সুযোগ করতে পারব না। জনসংখ্যাকে প্রকৃত অর্থে জনসম্পদে রূপান্তর করতে হলে মানবসম্পদ মন্ত্রণালয় গঠন অপরিহার্য। যেটা ভারত, মালয়েশিয়াসহ উন্নত দেশগুলোতে আছে।’

কনফারেন্স চেয়ারম্যান এস এম জহির উদ্দিন হায়দার বলেন, ‘আশা করি অভিজ্ঞতা ও জ্ঞানের আদান-প্রদানের এ কনফারেন্সের মাধ্যমে সবাই উপকৃত হবেন।’
সম্মেলনে অস্ট্রেলিয়া, ভারত, শ্রীলঙ্কাসহ কয়েকটি দেশের মানবসম্পদ বিশেষজ্ঞ আলোচক হিসেবে অংশ নেন।

http://www.anandalokfoundation.com/