13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

মহেশপুরে তথ্য অধিকার আইন ২০০৯ এর আওতায় অবহিতকরন সভা অনুষ্ঠিত

admin
January 29, 2017 4:01 pm
Link Copied!

মোস্তাফিজুর রহমান উজ্জল, ঝিনাইদহ মহেশপুর থেকে:  উন্নয়নের গনতন্ত্র, শেখ হাসিনার মূল মন্ত্র এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহের মহেশপুরে তথ্য অধিকার আইন ২০০৯ এর আওতায় জনঅবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার সকালে মহেশপুর উপজেলা প্রশাসনের আয়োজনে জেলা পরিষদ অডিটোরিয়ামে এ জনঅবহিতকরন সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আশাফুর রহমানের সভাপতিত্বে অবহিতকরন সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড. আ: হাকিম ( উপসচিব), উপপরিচালক (প্রশাসন) তথ্য কমিশন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ড. আব্দুল  মালেক গাজী, পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী আব্দুস সাত্তার, ৭নং কাজীরবেড় ইউপি চেয়ারম্যান সেলিম রেজা, ৮নং বাশঁবাড়ীয়া ইউপি আওয়ামীলীগের সভাপতি নওশের মল্লিক, মহেশপুর দুর্নীতি দমন কমিশনের সাধারন সম্পাদক  সাংবাদিক আবুল হোসেন লিটন।

এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলার ১২ টি ইউনিয়নের চেয়ারম্যান, সদস্য, সদস্যা, ইউপি সচিব, শিক্ষক, সাংবাদিক, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারীসহ সুশীল সমাজের ব্যাক্তিবর্গ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশ পরিচালনার জন্য ১১৯৮ টি আইন আছে। ১১৯৭ টি আইন সরকারের জন্য, একটি আইন জনগনের জন্য, জনগনই রাষ্ট্রের মালিক। সংবিধানের ৭ ও ৩৯ অনুচ্ছেদ তথ্য আইনের আওতাভুক্ত নয়। সরকারি অনুদান সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের তথ্য কর্মকর্তাদেরকে জনগনের তথ্য দিয়ে সহযোগীতা করার আহবান জানান।

http://www.anandalokfoundation.com/