13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

চির বিদায় নিলেন নভোচারী জন গ্লেন

admin
December 9, 2016 2:01 pm
Link Copied!

নিউজ ডেস্কঃ মার্কিন নভোচারী জন গ্লেন আর নেই। যুক্তরাষ্ট্রের ওহাইওর একটি হাসপাতালে স্থানীয় সময় বৃহস্পতিবার তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর

জন গ্লেন প্রথম আমেরিকান নভোচারী যিনি পৃথিবী প্রদক্ষিণ করেন। ১৯৬২ সালে স্পেস ক্যাপসুল ফ্রেন্ডশিপ সেভেনে চড়ে পৃথিবী প্রদক্ষিণ করেন। ১৯৯৮ সালে তিনি আবার মহাকাশে যান। ওটাই ছিল তাঁর সর্বশেষ মহাকাশ গমন। তখন তাঁর বয়স ছিল ৭৭। আর সবচেয়ে বেশি বয়সে মহাকাশে যাওয়ার রেকর্ডটি তাঁরই

সিএনএন জানিয়েছে, এক সপ্তাহেরও বেশি সময় ধরে জন গ্লেন ওহাইও স্টেট ইউনিভার্সিটির জেমস ক্যানসার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তবে তাঁর কী অসুখ ছিল তা জানায়নি হাসপাতাল কর্তৃপক্ষ

বিবিসি জানায়, সম্ভবত ভার্জিনিয়াতে জন গ্লেনের দাফন সম্পন্ন করা হবে। ১৯২১ সালে গ্লেন জন্মগ্রহণ করেন। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসায় যোগ দেওয়ার আগে গ্লেন পাইলট ছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তিনি

১৯৬২ সালের ২০ ফেব্রুয়ারি তিনি মহাকাশ যাত্রা করেন। ওই যাত্রায় তিনি পৃথিবীকে প্রদক্ষিণ করে আসেন

সত্তরের দশকে নাসা ছেড়ে রাজনীতিতে যোগ দেন গ্লেন। তিনি ডেমোক্রেটিক পার্টির সদস্য ছিলেন। ১৯৭৪ সালে তিনি সিনেটর নির্বাচিত হন। ১৯৯৯ সাল পর্যন্ত তিনি দায়িত্ব পালন করেন

২০১১ সালে জন গ্লেনকে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক পদক কংগ্রেসনাল গোল্ড মেডেল দেওয়া হয়। এক বছর পর প্রেসিডেন্ট বারাক ওবামা তাঁকে প্রেসিডেনসিয়াল মেডেল অব ফ্রিডমে ভূষিত করেন

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, ‘বাধা বিপত্তি ভাঙতে নিজের জীবনের সময় ব্যয় করেছেন জন গ্লেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নাসা লিখেছে, ‘একজন সত্যিকারের আমেরিকান হিরো।

http://www.anandalokfoundation.com/