13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বেনাপোলে ৩ কোটি টাকা ব্যায়ে অত্যাধুনিক পৌর জামে মসজিদ নির্মানের শুভ ভিত্তি প্রস্তর উদ্বোধন

admin
November 28, 2016 9:29 pm
Link Copied!

বেনাপোল প্রতিনিধিঃ আমার জীবনে বেনাপোলের উন্নয়নে যতগুলো ভালো কাজ করেছি তার ভিতর নিজ উদ্যেগে এলাকার জনগনকে সাথে নিয়ে সবচেয়ে শ্রেষ্ট ভালো কাজ বেনাপোল পৌরজামে মসজিদ করছি এবং এটা করতে পেরে আমি গর্বীত। বেনাপোল পৌর জামে মসজিদে ৮০০ শত পুরুষ এবং ৩০০ শত মহিলা নামাজ পড়তে পারবে এবং বিশেষ দিনে যেমন ঈদ, কোরবানিতে ও মসজিদের কম্পাউন্ডে যে জায়গা রাখা হয়েছে তাতে আরো ৮০০ শত লোক নামাজ আদায় করতে পারবে। সবমিলে প্রায় ১৮/১৯ শত লোকে নামাজ আদায় করতে পারবে। এবং গাড়ি রাখার জন্য এখানে থাকবে সামনে পার্কিং ব্যাবস্থা। মসজিদের পর্যাপ্ত আলো-বাতাসের জন্য এর উচ্চতা হবে ২৫ ফুট এবং মিানরটির উচ্চতা হবে ৫০ ফুট। কথাগুলো বললেন বেনাপোল পোর্ট থানার পৌরসভা এলাকায় ৩ কোটি টাকা ব্যায়ে অত্যাধুনকি বেনাপোল পৌরজামে মসজিদের শুভ ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যশোর জেলার বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বেনাপোল পৌরমেয়র আশরাফুল আলম লিটন।
সোমবার বেলা সাড়ে ৯ টার সময় বেনাপোল পৌরজামে মসজিদের সভাপতি ওহেদুর রহমান দুদুর সভাপতিত্বে অন্যান্যর মধ্য উপস্থিত ছিলেন মসজিদের সেক্রটারি আলহাজ¦ আব্দুুল মজিদ বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান স্বজন, আওয়ামীলীগ নেতা মহত্তাব উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক, ও এলাকার স্কুল কলেজ মসজিদ মাদ্রাসার শিক্ষকবৃন্দ।

http://www.anandalokfoundation.com/