13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

শেয়ার বাজারে রেকর্ড পরিমাণ লেনদেন

admin
November 23, 2016 7:22 pm
Link Copied!

নিউজ ডেস্কঃ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রেকর্ড পরিমাণ লেনদেন হয়েছে। আজ বুধবার ডিএসইতে এক হাজার ৪৭৮ কোটি ১৮ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। যা বিগত পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ।

ডিএসই সূত্রে জানা যায়, ২০১১ সালের ২৮ জুলাই এক হাজার ৮০৪ কোটি টাকা লেনদেন হয়েছিল।

বাজার পর্যালোচনায় দেখা যায়, ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক আগের দিনের চেয়ে ১৫ পয়েন্ট বেড়ে চার হাজার ৭৬৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট লেনদেন হয়েছে এক হাজার ৪৭৮ কোটি ১৮ লাখ টাকার শেয়ার। যা আগের দিনের চেয়ে ৮২২ কোটি ২২ লাখ টাকা বেশি। গত মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৬৫৫ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার।

ডিএসইতে মোট ৩২১ টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে ১৬১টির, কমেছে ১২০ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টি শেয়ারের দর।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক, সিএসসিএক্স ৩৬ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৯২৯ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে লেনদেন হয়েছে ৪৮ কোটি ৬০ লাখ ৮৩ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট। এদিন সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫৭ টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের। এর মধ্যে বেড়েছে ১৩৪টির, কমেছে ৯৫টির এবং অপরিবর্তিত আছে ২৮টি কোম্পানির শেয়ারের দর।

http://www.anandalokfoundation.com/