13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

মাগুরায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

admin
August 15, 2015 7:40 pm
Link Copied!

মাগুরা প্রতিনিধিঃ যথাযোগ্য মর্যাদায় মাগুরায় শনিবার স্বাধীনতার মহান স্থাপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০মত মৃত্যু বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকাল ১০ টায় জেলা প্রশাসনে উদ্যোগে কালেকটারেট চত্ত্বর থেকে একটি শোক র‌্যালি বের হয়।

র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নোমানী ময়দানে এসে শেষ হয়। সেখানে স্থাপিত  বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পণ করেন স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্তকর্তা, জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পরে শহরের আসাদুজ্জামান মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মাহবুবর রহমানের সভাপতিত্বে অলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অবঃ) এ.টি.এম. আব্দুল ওয়াহ্হাব। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার এ কে এম এহসান উল্লাহ, জেলা পরিষদের প্রশাসক এ্যাডভোকেট সৈয়দ শরিফুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান রোস্তম আলী, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবু নাসির বাবলু, সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডু,  জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোল্যা নবুয়াত আলী, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হাসান সিরাজ সুজা প্রমুখ।

আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুর জীবনীর উপর রচনা প্রতিযোগিতা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজীয় শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ ও যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক প্রশিক্ষণপ্রাপ্ত ৬৯ জন যুবকের মধ্যে বিভিন্ন অংকের ৩৭ লাখ টাকার চেক বিতরণ করা হয়।

http://www.anandalokfoundation.com/