13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

পাকিস্তানকে বাদ দিয়ে কাবাডি বিশ্বকাপ আয়োজন করল ভারত

admin
October 5, 2016 3:02 pm
Link Copied!

নিউজ ডেস্কঃ  দীর্ঘ নয় বছর পর ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া কাবাডি বিশ্বকাপে অংশগ্রহণের সুযোগ পাচ্ছে না পাকিস্তান। শেষ মুহূর্তে পাকিস্তানকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক কাবাডি ফেডারেশন। এ সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছে পাকিস্তান।

২০০৪ ও ২০০৭ সালে অনুষ্ঠিত হয়েছিল কাবাডি বিশ্বকাপের প্রথম দুই আসর। ভারতে অনুষ্ঠিত দুটি বিশ্বকাপেই অংশগ্রহণ করেনি পাকিস্তান। আর এবার ইচ্ছা থাকলেও ভারতের বিরোধিতায় কাবাডি বিশ্বকাপে খেলতে পারছে না তারা। আন্তর্জাতিক কাবাডি ফেডারেশনের (আইকেএফ) প্রধান দেওরাজ চতুর্বেদী বলেছেন, ‘পাকিস্তান আইকেএফের গুরুত্বপূর্ণ সদস্য। কিন্তু বর্তমান পরিস্থিতি বিবেচনা করে আমরা পাকিস্তানকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

গত সেপ্টেম্বরে কাশ্মীরের উরি সেনাঘাঁটিতে জঙ্গি হামলার পর থেকে উত্তপ্ত হয়ে উঠেছে ভারত-পাকিস্তান সীমান্ত পরিস্থিতি। গত কয়েক দিনে বেশ কয়েকবার গোলাগুলি হয়েছে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে। দুই দেশের মধ্যে চলমান এই উত্তেজনার কারণ দেখিয়েই কাবাডি বিশ্বকাপ থেকে পাকিস্তানকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আইকেএফ। পাকিস্তানের জায়গায় অংশ নেবে আর্জেন্টিনা।

কাবাডি ফেডারেশনের এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছে পাকিস্তান। তাদের মতে, পাকিস্তানকে বাদ দিতে হলে ভারতকেও বিশ্বকাপ থেকে বাদ দেওয়া উচিত।

পাকিস্তান কাবাডি ফেডারেশনের সেক্রেটারি রানা মোহাম্মদ সারওয়ার বলেছেন, ‘এ ব্যাপারে আলোচনার জন্য আমরা একটা সভা ডেকেছি। পাকিস্তানকে ছাড়া কাবাডি বিশ্বকাপ কোনো বিশ্বকাপই না। এটা যেন ব্রাজিলকে ছাড়া ফুটবল বিশ্বকাপ আয়োজনের মতো ব্যাপার।’

গত মে মাসে একটি প্রতিযোগিতায় ভারতকে হারিয়েছিল পাকিস্তান। এবারের বিশ্বকাপেও ভারতকে হারিয়ে শিরোপা জয়ের স্বপ্ন দেখছিলেন পাকিস্তান কাবাডি দলের অধিনায়ক নাসির আলি, ‘আমরা আশা করছিলাম যে, ভারতের মাটিতে ভারতকে হারিয়েই আমরা শিরোপা জিতব।’

http://www.anandalokfoundation.com/