13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

পাকিস্তান ক্রিকেট নিয়ে মিয়াঁদাদের ‘বোমা’

admin
August 15, 2015 8:15 am
Link Copied!

পাকিস্তান ক্রিকেটের ‘বড়ে মিয়া’ মিয়াঁদাদ বোর্ডের বর্তমান ও সাবেক প্রধানকেও একহাত নিয়েছেন, ‘আমি মনে করি না চেয়ারম্যান পদে শাহরিয়ার খান সঠিক পছন্দ। ক্রিকেটে তাঁর উৎসাহের অভাব নেই। তবে খেলাটার খুঁটিনাটি দিকগুলো তিনি বোঝেন না। এমনকি নাজাম সেঠিও সঠিক পছন্দ ছিলেন না। দুর্ভাগ্যজনকভাবে পাকিস্তান ক্রিকেটে কোনো উপযুক্ত সিস্টেম নেই। যিনিই বোর্ডের প্রধান হন, তিনিই নিজের খেয়াল-খুশি মতো বোর্ড চালান।’

জাভেদ মিয়াঁদাদ সব সময়ই স্পষ্টবক্তা। খেলোয়াড়ি-জীবনের মতো আজ প্রৌঢ়ত্বে পৌঁছেও সত্যি কথা বলতে পিছপা হন না তিনি। সেই স্পষ্টবাদিতা থেকেই তাঁর নতুন ‘বোমা’—পাতানো খেলাই পাকিস্তান ক্রিকেটের ধ্বংসের কারণ! পাশাপাশি জবাবদিহিতার অভাব আর নিয়মশৃঙ্খলার অনুপস্থিতিকেও এজন্য দায়ী করেছেন পাকিস্তানের সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান।

পাকিস্তানের একটি টিভি চ্যানেলের সঙ্গে দেশটির ক্রিকেট-ব্যবস্থার অবনতি নিয়ে কথা বলার সময় ক্ষোভ চেপে রাখতে পারেননি মিয়াঁদাদ, ‘আমাদের সময়ে কোনো ম্যাচ পাতানো ছিল না। আমি বা আমার কোনো সতীর্থ কখনো ম্যাচ পাতানোর সঙ্গে জড়ায়নি। আর তাই আজও সাধারণ মানুষের কাছ থেকে আমি সম্মান পাই। কিন্তু এখন জুয়াড়ি আর জুয়া নিঃসন্দেহে পাকিস্তান ক্রিকেটের অনেক ক্ষতি করছে।’

এমনকি পাকিস্তানের সফলতম অধিনায়ক ও অলরাউন্ডার এবং এখন পুরোদস্তুর রাজনীতিবিদ ইমরান খানকেও পিসিবি চেয়ারম্যান পদে যোগ্য মনে করছেন না তিনি, ‘আমি মনে করি না ইমরান বোর্ড প্রধানের দায়িত্ব পালন করতে পারবেন। কারণ তিনি রাজনীতি নিয়ে ভীষণ ব্যস্ত।’

টেস্টে পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক মিয়াঁদাদ বরং গত দশকের দুই পিসিবি প্রধানকে স্মরণ করলেন শ্রদ্ধার সঙ্গে, ‘আমার মতে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল তৌকির জিয়া ও ইজাজ বাট চেয়ারম্যান পদে যোগ্য ছিলেন।’

http://www.anandalokfoundation.com/