13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

পলায়ন করেছে আফগান সরকারি কর্মকর্তারা

admin
September 10, 2016 11:26 am
Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক: আবারো শক্তিশালী হয়ে উঠছে আফগানিস্তানের তালেবানরা। বৃহস্পতিবার জঙ্গি এই সংগঠনটি দেশটির উরুজগান প্রদেশের রাজধানী তারিনকোট দখলে এক ধাপ এগিয়েছে। তালেবানদের সঙ্গে যুদ্ধে হেরে গিয়ে দেশটির সরকারি কর্মকর্তারা রাজধানী ছেড়ে পালিয়ে গেছে। খবর আল-জাজিরা।

তারিনকোটের পুলিশ প্রধান ওয়াইস শামীম বলেন, তালেবান যোদ্ধার সরকারির ভবনের ১০০ মিটারের কাছাকাছি এসে বন্দুক দিয়ে হামলা চালায়। সরকারির ভবনের পাশেই পুলিশ সদর দফতর ছিল। সেখানেও তালেবানরা হামলা চালায়। পরে এই হামলা পুরো শহরে ছড়িয়ে পড়ে। ভয়ে তারিনকোট থেকে প্রদেশের সরকারি কর্মকর্তারা বিমান বন্দরের দিকে পালিয়ে যায়। ওইখানে আফগানিস্তানের সেনাঘাটি রয়েছে।

তালেবান হামলার কয়েক ঘণ্টা পর আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্র এক বিবৃতি প্রকাশ করা হয়। বিবৃতিতে তালেবানরা সরকারি বাহিনীর সঙ্গে লড়াইয়ে পেরে উঠেনি । তাদেরকে দৃঢ়ভাবে প্রতিহত করা গেছে বলে জানানো হয়। এছাড়া পুলিশ সদর দফতরসহ অন্যান্য সরকারি ভবন  সুরক্ষিত আছে বলে নিশ্চিত করা হয়।

http://www.anandalokfoundation.com/