13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

সবচেয়ে বয়স্ক টেস্ট ক্রিকেটারের মৃত্যু

admin
September 6, 2016 12:25 pm
Link Copied!

ক্রীড়া ডেস্ক: অস্ট্রেলিয়ার সবচেয়ে বয়স্ক টেস্ট ক্রিকেটার লেন ম্যাডকস (৯০) কদিন আগেই না ফেরার দেশে চলে গেছেন। এবার চলে গেলেন বিশ্বেরই সবচেয়ে বয়স্ক টেস্ট ক্রিকেটার লিন্ডসে টাকেট।

৯৭ বছর ২১২ দিন বয়সে কাল ব্লুমফন্টেইনে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন পেসার। ১৯৪৭ থেকে ১৯৪৯ সাল পর্যন্ত তিনি দক্ষিণ আফ্রিকার হয়ে ৯টি টেস্ট খেলেছিলেন।

১৯৩৫ সালে মাত্র ১৬ বছর বয়সেই প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয়েছিল টাকেটের। টেস্ট অভিষেক ১৯৪৭ সালে ইংল্যান্ড সফরে। ডানহাতি এই পেসার ট্রেন্ট ব্রিজ টেস্টে অভিষেক ইনিংসেই নিয়েছিলেন পাঁচ উইকেট। সেবার তিনি পাঁচ ম্যাচ সিরিজে নিয়েছিলেন তৃতীয় সর্বোচ্চ ১৫ উইকেট।

টাকেট দ্বিতীয়বারের মতো আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে নামেন ১৯৪৮-৪৯ মৌসুমে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে। ডারবানে নাটকীয় প্রথম টেস্টের শেষ ওভারে বল করেছিলেন তিনিই। যেখানে শেষ বলে ইংল্যান্ড জিতেছিল ২ উইকেটে। চার ম্যাচের সেই সিরিজে টাকেট নিয়েছিলেন ৪ উইকেট। ওই সিরিজেই তিনি ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচটি খেলেন।

টাকেট ৯ টেস্টে উইকেট নেন মোট ১৯টি। ইনিংসে পাঁচ উইকেট দুবার। ৬১টি প্রথম শ্রেণির ম্যাচে নেন ২২৫ উইকেট। টাকেটের বাবা লেনও ছিলেন দক্ষিণ আফ্রিকা প্রাক্তন টেস্ট ক্রিকেটার। তার চাচা মিডিয়াস পেসার জো কক্সও ছিলেন প্রাক্তন টেস্ট ক্রিকেটার।

http://www.anandalokfoundation.com/