13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

জনগণের সেবক হিসেবে কাজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

admin
August 10, 2016 11:58 am
Link Copied!

স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জনগণের সেবক হিসেবে কাজ করার নির্দেশ দিয়েছেন।

তিনি বলেন, ‘সরকার গঠনের সময় বলেছি, আমরা জনগণের সেবক হিসেবে কাজ করব। আমাদের চেষ্টা মানুষের কল্যাণে কাজ করা, দেশের উন্নয়নে কাজ করা।’

বুধবার সকালে সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ নির্দেশ দেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘শুধু ক্ষমতা লাভের জন্য নয়, মুক্তিযুদ্ধের আদর্শকে হত্যা করতে স্বাধীনতাবিরোধীরা ১৫ আগস্ট জাতির পিতাকে সপরিবারে হত্যা করেছিল।’

তিনি বলেন, ‘বঙ্গবন্ধু সব সময় জনগণের স্বার্থ রক্ষায় কাজ করেছেন। তার কারণে আজ আমরা স্বাধীন দেশ পেয়েছি। এ ছাড়া বিভিন্ন দেশের স্বীকৃতি লাভ করা সম্ভব হয়েছিল তার বলিষ্ঠ নেতৃত্বের জন্য। তার স্বাধীনচেতা মনোভাবের কারণে যুদ্ধ বিজয়ের মাত্র তিন মাস পর ভারতের সেনাবাহিনী দেশ ছেড়ে চলে যায়।’

শেখ হাসিনা বলেন, ‘যে দুঃখী মানুষের জন্য আমার বাবা-মা জীবন দিয়েছে তাদের মুখে হাসি ফোটানোর জন্য আমি কাজ করে যাচ্ছি। ’

তিনি বলেন, ‘রক্ত দিলে কোনো ক্ষতি হয় না। রক্ত দিলে একজন মুমূর্ষ রোগীর জীবন বাঁচবে। বয়স বেড়ে যাওয়ায় এখন আমি রক্ত দিতে পারি না। ক্ষমতা থাকলে এখনো আমি রক্ত দিতে প্রস্তুত।’

http://www.anandalokfoundation.com/