13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

শিশুরা মাটিতে বসে পড়াশুনা করছে

admin
June 5, 2016 2:18 pm
Link Copied!

দুলাল চন্দ্র পাল- স্টাফ রিপোর্টারঃ ধামরাই উপজেলায় নান্নার ইউনিয়নে অবস্থিত ৮১নং নান্নার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চেয়ার ও টেবিলের সংকট। শিশুরা মাটিতে বসে পড়াশুনা করছে। বর্তমানে বিদ্যালয়ে শিশু শ্রেনী হইতে পঞ্চম শ্রেনী পর্যন্ত অধ্যায়নরত শিক্ষার্থীর সংখ্যা প্রায় ১০০০ ।

বিদ্যালয়ে শিক্ষার্থীর তুলনায় প্রয়োজনীয় চেয়ার টেবিল নেই। তাছাড়া ১০০০ জন শিক্ষার্থীদের শিক্ষা দান করার জন্য শিক্ষকের সংখ্যাও কম। শিক্ষার্থীদের বিদ্যালয়ে এসে পড়াশুনা করতে বেশ সমস্যা হচ্ছে। এখন এলাকাবাসীর দাবী একটি নতুন বিদ্যালয় ভবন নির্মাণ করা ও প্রয়োজনীয় চেয়ার টেবিলের ব্যবস্থা করা।  প্রায় ১০০০ শত ছাত্র-ছাত্রীদের শিক্ষা প্রদান করার জন্য বিদ্যালয় প্রাঙ্গণে একটি নতুন ভবন করা প্রয়োজন।

তাই এলাকাবাসী সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ করেছেন যে, সরজমিনে প্রত্যক্ষ করে একটি ভবন নির্মাণ ও প্রয়োজনীয় চেয়ার টেবিলের ব্যবস্থা করে দিলে এলাকাবাসীর দীর্ঘ দিনের একটি দাবী পূরণ হবে।

http://www.anandalokfoundation.com/