13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

তিন সেতুর মূল পাইলিং সেপ্টেম্বরে

admin
May 14, 2016 6:07 pm
Link Copied!

বিশেষ প্রতিবেদকঃ দ্বিতীয় কাঁচপুর, মেঘনা ও গোমতী সেতুর মূল পাইলিংয়ের কাজ সেপ্টেম্বরে শুরু হবে। এখন চলছে সূচনা পর্ব। ২০১৮ সালের নির্ধারিত সময়ের দুই মাস আগেই আগস্ট মাসে যানবাহন চলাচলের জন্য এই তিন সেতু উন্মুক্ত করে দেওয়া হবে।

আজ শনিবার দুপুরে মেঘনা সেতুর সূচনা পর্বের কাজ পরিদর্শন করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ তথ্য জানিয়েছেন।

মন্ত্রী বলেন, জাপানি প্রতিষ্ঠান জাইকা ও বাংলাদেশ যৌথভাবে তিনটি সেতু নির্মাণ ব্যয় বহন করবে। মোট ব্যয় হবে সাড়ে আট হাজার কোটি টাকা।

সেতু নির্মাণ প্রকল্পের অগ্রগতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিষয়ে মন্ত্রী বলেন, সিঙ্গাপুরে ৪০টি বার্জ, ২৪টি ক্রেন, তিনটি কংক্রিট ব্যাচিং প্লান্ট এবং ১৭টি ড্রাইভিং হ্যামারের নির্মাণকাজ শেষপর্যায়ে। পদ্মা সেতুর মতো অনেক কাজ দেশে হচ্ছে না। সিঙ্গাপুরে কাজ হচ্ছে বলেও তিনি জানান।

http://www.anandalokfoundation.com/