13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

যবিপ্রবিতে শিক্ষকদের কর্মবিরতি পালন

admin
September 8, 2015 8:33 pm
Link Copied!

যশোর প্রতিনিধিঃ স্বতন্ত্র বেতন স্কেলসহ বিশ্ববিদ্যালয় শিক্ষকদের মর্যাদা সমুন্নত রাখার দাবিতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন ঘোষিত কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পূর্ণ কর্মবিরতি পালন করেছেন শিক্ষকরা। এর ফলে বিশ^বিদ্যালয়টিতে ক্লাস ও পরীক্ষা হয়নি।

যবিপ্রবি’র শিক্ষকরা ক্লাস ও পরীক্ষা বর্জন করে বেলা ১১টায় ক্যাম্পাসে র‌্যালি বের করেন। র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবনে শুরু হয়ে শহীদ মিনারে গিয়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশে শিক্ষকদের যবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক  ড. মো. আনিছুর রহমান, জীন প্রকৌশলী ও প্রযুক্তি বিভাগের অধ্যাপক  ড. শেখ মিজানুর রহমান ও সমিতির সহ-সাধারণ সম্পাদক মো. কামরুল ইসলাম বক্তব্য রাখেন। তারা সরকার ঘোষিত অষ্টম জাতীয় বেতন কাঠামোতে শিক্ষকদের অবমূল্যায়ন করায় চরম ক্ষোভ ও হতাশা ব্যক্ত করেন। তারা অবিলম্বে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তন করার লক্ষ্যে স্বতন্ত্র বেতন কমিশন গঠন করে বৈষম্য দূর করার দাবি জানান। বক্তারা সিলেকশন গ্রেড অধ্যাপকদের বেতন-ভাতা সিনিয়র সচিবের সমতুল্য করা এবং সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষকদেও বেতন কাঠামো ক্রমানুসারে নির্ধারণ করাসহ শিক্ষকদের যৌক্তিক বেতন স্কেল নিশ্চিত করার দাবি জানান।

http://www.anandalokfoundation.com/