13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

মালিক যা বললেন ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে

admin
February 26, 2016 1:38 pm
Link Copied!

ক্রীড়া প্রতিবেদক: বুধবার রাতে ঢাকায় পা রাখে পাকিস্তান ক্রিকেট দল।

শনিবার পাকিস্তানের প্রথম ম্যাচ চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে। দুই চেনা প্রতিপক্ষের ম্যাচ নিয়ে এরই মধ্যে উত্তেজনা ছড়িয়ে পরেছে। দুই দলের প্রাক্তন ক্রিকেটাররা নিজেদের দলকে ফেবারিট মনে করছেন। অনেকেই আগুনে ঘি ডালার চেষ্টা করছেন। মিডিয়ার আগ্রহ আকাশচুম্বি।

দুই দলের কোনো দলই বৃহস্পতিবার অনুশীলন করেনি। টিম হোটেল লা মেরিডিয়ানে সময় কাটিয়েছেন তারা। অফিসিয়ালি কেউ কথা বলবেন না তা আগে থেকেই জানা ছিল। তবুও মিডিয়ার চোখের আড়াল হতে পারেননি পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ও অলরাউন্ডার শোয়েব মালিক। পাকিস্তান-ভারত ম্যাচ নিয়ে মুখ খুলতেই হল তাকে।

হোটেল লবিতে মালিক বলেন, ‘সবাই জানেন ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বড় ম্যাচ, উত্তেজনাপূর্ণ ম্যাচ। দুই দেশের সমর্থকরা খুব আনন্দ নিয়ে ম্যাচটি উপভোগ করে। সবাই চায় যে তাদের দলটি যেন জিতে। ক্রিকেটাররাও এ ম্যাচটি জিততে মুখিয়ে থাকে, আপ্রাণ চেষ্টা করে।’

পাকিস্তানের প্রাক্তন পেসার আকিব জাভেদ ম্যাচে পাকিস্তানকে এগিয়ে রেখেছেন। আবার ভারতের সৌরভ গাঙ্গুলী নিজ দলকে এগিয়ে রেখেছেন। ওয়াসিম আকরাম জানিয়েছেন ভারতই ফেবারিট। শোয়েব মালিকের কাছে এমন প্রশ্ন ছুঁড়ে দিতেই কৌশলী উত্তর দেন, ‘পাকিস্তানি হিসেবে আমিও বলবো পাকিস্তান এ ম্যাচে ফেবারিট।’

দুই দলের সাম্প্রতিক পারফরম্যান্স তুলনা করে মালিক বলেন, ‘সাম্প্রতিক সময়ে যদি ভারতের পারফরম্যান্স দেখেন, তারা খুবই ভালো করছে। আমরাও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলছি। আমরা মাত্রই পিএসএল খেলে এসেছি। আমি মনে করি দুই দলের আরেকটি উত্তেজনাপূর্ণ ম্যাচ হবে।’

ভারতের বিপক্ষে রণ কৌশল কি হবে তা নিয়ে কোনো কথা বলেননি মালিক। চার পেসার না পাঁচ পেসার নিয়ে পাকিস্তান খেলবে সে উত্তরে মালিক বলেন, ‘চার পেসার না পাঁচ পেসার নিয়ে খেলবে সেটা অধিনায়ক বলতে পারবে। যেদিন ম্যাচ হবে সেদিনের পিচ দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।’

http://www.anandalokfoundation.com/