13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

যুবরাজ নতুন মাইলফলকে

admin
February 25, 2016 6:44 am
Link Copied!

ক্রীড়া প্রতিবেদক: টি-টোয়েন্টিতে এক হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন যুবরাজ সিং। বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে যুবরাজ সিং এক হাজার রান পূর্ণ করেন।

চার অ্ঙ্কের ঘরে পৌঁছতে যুবরাজের প্রয়োজন ছিল ৭ রান। মাশরাফির করা ইনিংসের ১২তম ওভারের পঞ্চম বলে মিড উইকেটে পুল করে এক রান নিয়ে হাজার রান পূর্ণ করেন বাহাতি এ ব্যাটসম্যান। তবে বেশিদূর এগিয়ে নিয়ে যেতে পারেননি তার ইনিংসকে। ১৫তম ওভারের পঞ্চম বলে মিডউইকেটের উপর দিয়ে বড় শট খেলতে গিয়ে সৌম্যের হাতে তালুবন্দি হন যুবরাজ (১৫)।

টি-টোয়েন্টিতে ভারতের হয়ে সবচেয়ে বেশি রান করেছেন বিরাট কোহলি। তার রান ১ হাজার ২২৩। এরপরই আছেন সুরেশ রায়না (১১৩৬)।  তিনে থাকা রোহিত শর্মার এখন পর্যন্ত রান ১ হাজার ১২১।

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরে ২০০৭ সালে ইংল্যান্ডের পেসার স্টুয়ার্ট ব্রডের ছয় বলে ছয় ছক্কা হাঁকিয়েছিলেন যুবরাজ সিং। ক্যানসারে আক্রান্ত হয়ে অনেকদিন ক্রিকেটের বাইরে থাকলেও ফিরে এসে যুবরাজ নিজের জাত চিনিয়েছেন। ঘরোয়া লিগগুলোতে দাপটের সঙ্গে এখনও খেলে যাচ্ছেন ভারতীয় দলে। ব্যাট হাতে এক হাজার রানের পাশাপাশি এখন পর্যন্ত ২৫ উইকেট নিয়েছেন বাহাতি এ স্পিনার।

http://www.anandalokfoundation.com/