13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

আফ্রিদি সিদ্ধান্ত পাল্টাচ্ছেন পরিবারের চাপে

admin
February 25, 2016 6:40 am
Link Copied!

ক্রীড়া ডেস্ক: ভারতে অনুষ্ঠেয় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের পর টি-টোয়েন্টিকেও গুডবাই জানবেন বলে নির্ধারণ করে রেখেছিলেন শহীদ আফ্রিদি। কিন্তু সম্প্রতি সুর পাল্টাচ্ছেন পাকিস্তানের এই অলরাউন্ডার। জানিয়েছেন, এই ফরম্যাট থেকে অবসরে না যেতে নাকি তার ওপর চাপ রয়েছে।

পাকিস্তান সুপার লিগ শেষ করে এবার এশিয়া কাপের জন্য বাংলাদেশে আসবে পাকিস্তান ক্রিকেট দল। বাংলাদেশে উড়াল দেওয়ার আগে দুবাইয়ে নিজের অবসর নিয়ে আফ্রিদি বলেন, ‘খেলা চালিয়ে যাব তা বলছি না। তবে যেন অবসরে না যাই সেজন্য অনেক চাপ আছে আমার উপর। কারণ সেই অর্থে এমন প্রতিভাবান কারো আগমন হয়নি যার কাছে আমি দায়িত্বটা দিয়ে যেতে পারি। আমরা পরিবার, বন্ধুবান্ধব ও বড়দের কাছ থেকে শুনতে হচ্ছে এখনই টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসরের প্রয়োজন নেই। এটা অবশ্যই বড় চাপ। তবে এখন আমি কেবল বিশ্বকাপ নিয়েই ভাবছি। কারণ এটা আমার জন্য বিরাট এক চ্যালেঞ্জ।’

টি-টোয়েন্টিতে অবসর নিয়ে পরিববার ও বন্ধুদের চাপ থাকলেও বিশ্বকাপ পারফরম্যান্সকেই বেশী বিবেচনায় নিতে চান আফ্রিদি। এ প্রসঙ্গে পাকিস্তান টি-টোয়েন্টি অধিনায়ক বলেন, ‘প্রথমে আমি দেখতে চাই বিশ্বকাপে পাকিস্তান কোন অবস্থানে পৌছে। যদি নিজের পারফরম্যান্স দিয়ে দলকে এগিয়ে নেওয়ার সামার্থ্য থাকে তবেই সেটা নিয়ে বিবেচনা করবো। এক্ষেত্রে ফিটনেস ও শারীরিক শক্তিটাও বড় একটা ব্যাপার। আমি ক্রিকেট খেলতে পারি। তবে বিশ্বকাপ শেষেই তা পরিস্কার করে বলতে পারব।’

পাকিস্তান সুপার লিগে পেশোয়ার জালমিকে নেতৃত্ব দিয়েছেন আফ্রিদি। ওই দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী তিনি। পেশোয়ারের হয়ে ব্যাট হাতে সাত ইনিংসে মোট ৮৭ রান পেলেও গুরুত্বপূর্ন ১০টি উইকেট পেয়েছেন আফ্রিদি।

http://www.anandalokfoundation.com/