13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

সোনালি ব্যাংক কেরানীগঞ্জ উপজেলা শাখায় জমি রেজিষ্ট্রেশনের পে-অর্ডারে অর্থ জালিয়াতির অভিযোগ

admin
February 24, 2016 4:40 pm
Link Copied!

কেরানীগঞ্জ উপজেলা থেকে ভ্রাম্যমাণ প্রতিনিধি : সোনালি ব্যাংক কেরানীগঞ্জ (কোনাখোলা) উপজেলা শাখায় জমি রেজিস্ট্রেশনের পে-অর্ডারে অর্থ জালিয়াতির অভিযোগ পাওয়া গেছে। প্রতিটি পে-অর্ডারে ব্যাংক কর্তৃপক্ষ অতিরিক্ত ৫০ টাকা রশিদ ছাড়া গ্রহণ করছেন। লাইনে দাঁড়ানো এক ব্যক্তি জানান, জমি রেজিস্ট্রেশন করার পে-অর্ডার করতে এসেছি। কমিশন ছাড়াও ৫০ টাকা মাশুল গুনতে হচ্ছে আমাদের।

ব্যাংক কর্তৃৃপক্ষের কাছে এ ব্যাপারে জানতে চাইলে তারা জানান আমরা প্রতিটি পে-অর্ডারের জন্য কমিশন ছাড়াও ৫০ টাকা নিয়ে থাকি। এ টাকা ৫০ কিসের জন্য নিচ্ছেন জিজ্ঞেস করলে তারা এর কোনো সদুত্তর দিতে পারেনি।

বাংলাদেশ ব্যাংকের অভিযোগ নম্বরে ফোন করা হলে তারাও ফোন রিসিভ করে কতক্ষণ পর আবার লাইন কেটে দেয়। বাংলাদেশ ব্যাংকও অভিযোগ নম্বরটি ব্যবহার করছে নামে মাত্র। জনগণ এ নম্বরটি দিয়ে কোনো ভালো ফল পাচ্ছে না। জমি রেজিষ্ট্রেশনের পে-অর্ডারের অর্থ জালিয়াতির ৫০ টাকা কার পকেটে যাচ্ছে? পে-অর্ডার করতে আসা ভুক্তভোগী মানুষরা তা জানতে চায়।

http://www.anandalokfoundation.com/