13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

২০ বছরে প্রথম দাম বাড়ল

admin
February 19, 2016 2:21 am
Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক: এক লিটার জ্বালানি তেলের দাম শূন্য দশমিক শূন্য ১ ডলার (০.০১) ভেনিজুয়েলায়। এই দামে ২০ বছর ধরে জ্বালানি তেল বিক্রি হয়েছে দেশটিতে।

এবার সেই দাম বাড়ানো হচ্ছে। তবে এক লাফেই ৬০০০ শতাংশ অর্থাৎ ৬০ গুণ।

তেলের দাম ৬ হাজার শতাংশ বাড়ানোর পরও বিশ্বে সবচেয়ে কম দামে তেল বিক্রির রেকর্ড ভেনিজুয়েলারই থাকবে বলে জানিয়েছেন সে দেশের প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।

বিবিসি অনলাইনের এক খবরে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে।

ভেনিজুয়েলায় জনগণের সুবিধার কথা মাথায় রেখে তেলের দাম সবসময় সর্বনিম্ন রাখা হয়েছে।

ভেনিজুয়েলা কয়েক বছর ধরে অর্থনৈতিক মন্দায় ভুগছে। মূল্যস্ফীতি চরম আকার ধারণ করেছে দেশটিতে। এসব সমস্যা থেকে বের হয়ে আসার উদ্যোগ হিসিবে প্রেসিডেন্ট মাদুরো তেলের দাম বাড়ানো উদ্যোগ নিয়েছেন।

তেলের দাম বাড়ানোর কারণে বছরে ৮০০ মিলিয়ন ডলার সাশ্রয় হবে ভেনিজুয়েলা সরকারের। তবে প্রেসিডেন্ট মাদুরো বলেছেন, যে পরিমাণ দাম বাড়ানো হচ্ছে, তা প্রকৃত অর্থে তেমন কোনো বৃদ্ধিই নয়।

http://www.anandalokfoundation.com/