13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ভালো ছিল অস্ট্রেলিয়াকে ছাড়া বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত

admin
February 16, 2016 11:09 am
Link Copied!

ক্রীড়া প্রতিবেদক: যুব বিশ্বকাপে অস্ট্রেলিয়া নিরাপত্তার অজুহাতে খেলতে আসেনি। তাদের অনুপস্থিতে বিশ্বকাপে অংশ নেয় আয়ারল্যান্ড। অস্ট্রেলিয়ার পরিবর্তে আয়ারল্যান্ডকে নিয়ে যুব বিশ্বকাপ চালিয়ে যাওয়ার সিদ্ধান্তটি খুব ভালো ছিল বলে মন্তব্য করেছেন ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এর প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন।

তিনি সোমবার হোটেল লা মেরিডিয়ানে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘অস্ট্রেলিয়া নিজেদেরকে বিশ্বকাপ থেকে প্রত্যাহার করে নেওয়ার পর আমাদের বিশ্বকাপ চালিয়ে যাওয়ার সিদ্ধান্তটি ভালো ছিল। সে সিদ্ধান্তে আমরা, আয়োজকরা সন্তুষ্ট। যে ফল বিশ্বকাপ থেকে এসেছে তাতে মনে হচ্ছে আমাদের সিদ্ধান্তই ঠিক ছিল।’

প্রসঙ্গত, বৈশ্বিক টুর্নামেন্টে সদস্যভুক্ত দেশ সংস্থার নিয়মের বাইরে যেতে পারে না। অস্ট্রেলিয়া ফুটবল দলকে বাংলাদেশে পাঠানোর জন্য ফিফা জোর করেছিল। কিন্তু অস্ট্রেলিয়ার সিদ্ধান্তের প্রেক্ষিতে আইসিসি কোনো কথাই বলেনি, জোরও করেনি। বিষয়গুলো নিয়ে আইসিসি তার সীমাবদ্ধতার কথা জানিয়েছে। ডেভিড রিচার্ডসন বলেন, ‘আমরা কোনো দেশকে অংশ নিতে জোর করতে পারি না। এখানে চুক্তিভঙ্গের ঝুঁকি থাকতে পারে। কোনো দল অংশগ্রহণ করবে কি করবে না সে সিদ্ধান্তটি বোর্ডের।’

দ্বিতীয়বারের মত সফলভাবে যুব বিশ্বকাপ আয়োজন করায় বাংলাদেশকে ধন্যবাদ জানাতে কোনো কার্পণ্য করেনি আইসিসি। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা ও পরিকল্পনা কাজে লাগানোর কথাও জানিয়েছেন রিচার্ডসন। তিনি বলেছেন, ‘সফলতার সঙ্গে বিশ্বকাপ আয়োজন করায় বিসিবিকে সাধুবাদ জানাতেই হবে। এটা সিনিয়র ক্রিকেট বিশ্বকাপ কিংবা টি-২০ বিশ্বকাপ ছিল না কিন্তু লজিস্টিক যে সাপোর্ট আমরা পেয়েছি তা সত্যিই অভাবনীয়। ১৬ দলের ৪৮টি ম্যাচ আয়োজন করা এতটা সহজ না। শুধু ম্যাচই না, প্রস্তুতি ম্যাচ, অনুশীলন, ভেন্যু সব কিছুতেই বিসিবি পেশাদারিত্ব দেখিয়ে টুর্নামেন্টের আয়োজন করেছে। এখন আমরা ভারতের ওয়ার্ল্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টের দিকে তাকিয়ে আছি। বলার অপেক্ষা রাখে না, সেখানেও নিরাপত্তা ঝুঁকি রয়েছে। আমরা বাংলাদেশে অনুষ্ঠিত বিশ্বকাপ থেকে অনেক কিছুই শিখেছি। যা কাজে লাগবে।’

http://www.anandalokfoundation.com/