13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

হ্যাজার্ডের পরবর্তী গন্তব্য পিএসজি

admin
February 15, 2016 5:54 pm
Link Copied!

চ্যাম্পিয়নস লিগ জয়ের মেডেল নিজের সংগ্রহে রাখতে মুখিয়ে আছেন এডেন হ্যাজার্ড। স্বপ্ন পূরণে প্যারিস সেইন্ট জার্মেইকে (পিএসজি) সম্ভাব্য বিকল্প ভাবছেন বেলজিয়ান উইঙ্গার। ফরাসি চ্যাম্পিয়নরাও চেলসি তারকাকে দলে ভেড়াতে আগ্রহী। এমন প্রেক্ষাপটে পিএসজিতে যোগ দেওয়ার সুযোগ ফিরিয়ে দেওয়াটা কঠিন হবে বলে মনে করছেন হ্যাজার্ড।

কিন্তু, বর্তমান সময়টা হ্যাজার্ডের মোটেই ভালো যাচ্ছে না। রীতিমত ফর্মহীনতায় ভুগছেন ইংলিশ লিগে গত মৌসুমের সেরা খেলোয়াড়। চলতি মৌসুমে ক্লাবের হয়ে সব মিলিয়ে ২৯ ম্যাচে গোল করেছেন মাত্র ১টি! ২০টি লিগ ম্যাচে তো জালের ঠিকানাই খুঁজে পাননি। দলের অন্যতম সেরা তারকার বাজে পারফরম্যান্সের জেরে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেলসিও ধুঁকছে। ২৬ ম্যাচ শেষে ৩৩ পয়েন্টে ১২ নম্বর অবস্থানে ব্লুজরা।

হ্যাজার্ড এমন একটি ক্লাবে যোগ দিতে চাইছেন যাদের হয়ে ক্যারিয়ারের প্রধান লক্ষ্য চ্যাম্পিয়নস লিগ জেতা সম্ভব হবে। এক্ষেত্রে লন্ডন ছেড়ে ফ্রান্সের রাজধানীতে উড়াল দেওয়ার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না ২৫ বছর বয়সী এ উইঙ্গার। ফ্রেঞ্চ দৈনিক ‘লেস প্যারিসিয়েনস’র বরাত দিয়ে গোল ডট কম এমন খবরই প্রকাশ করেছে।

সূত্রমতে, লেস প্যারিসিয়েনস’কে দেওয়া সাক্ষাৎকারে হ্যাজার্ড বলেন, ‘পিএসজিকে না বলাটা কঠিন হবে। সব দলেরই চ্যাম্পিয়নস লিগ জেতার সক্ষমতা রয়েছে। পিএসজি তার মধ্যে অন্যতম। ইউরোপ শ্রেষ্ঠত্বের মুকুট জেতাটা আমার প্রধান লক্ষ্য। কিন্তু, বর্তমানে আমি এমন পরিস্থিতির সঙ্গে বসবাস করছি না।’

চলতি মৌসুম শেষেই হ্যাজার্ডের স্ট্যামফোর্ড ব্রিজ ছাড়ার জোরালো সম্ভাবনা রয়েছে। সাম্প্রতিক সময়ে গুঞ্জন উঠছে, রিয়াল মাদ্রিদ কিংবা পিএসজিতে পাড়ি জমাতে পারেন বেলজিয়ান তারকা।

কিন্তু, ট্রান্সফার নিষেধাজ্ঞার আওতায় পড়ায় পরবর্তী দু’টি ট্রান্সফার উইন্ডোতে খেলোয়াড় কিনতি পারবে না গ্যালাকটিকোরা। আপিলের রায় পক্ষে না এলে ২০১৭ সালের সামার ট্রান্সফার উইন্ডো পর্যন্ত স্প্যানিশ জায়ান্টদের অপেক্ষায় থাকতে হবে। অ্যাতলেতিকো মাদ্রিদও একই শাস্তির কবলে পড়েছে।

গত বছর বার্সেলোনাকেও এমন কঠিন শাস্তি ভোগ করতে হয়েছিল। আঠারো বছরের কম বয়সী আন্তর্জাতিক খেলোয়াড়দের দলে ভেড়ানোর ক্ষেত্রে ফিফার নিয়ম নিয়ম ভঙ্গ করাতেই খেলোয়াড় কেনার ওপর ট্রান্সফার নিষেধাজ্ঞা আরোপ করে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।

এদিকে, চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বেই (শেষ ষোলো) পিএসজির মুখোমুখি হচ্ছেন হ্যাজার্ড। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) প্রথম লেগের খেলায় মাঠে নামবে ইংলিশ চ্যাম্পিয়নরা। প্যারিসে বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ২টায় হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে।

http://www.anandalokfoundation.com/