13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বাণিজ্য মেলার পর্দা আজ নামছে

admin
January 31, 2016 1:12 pm
Link Copied!

অর্থনৈতিক প্রতিবেদক: আজ রোববার ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার পর্দা নামছে। বিকেলে সমাপনী অনুষ্ঠানের মধ্যদিয়ে ২১তম এ আসরের সমাপ্তি ঘটবে বলে জানিয়েছে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)।

বাণিজ্যমেলা প্রস্তুতি কমিটির সদস্য সচিব রেজাউল করিম বলেন, রোববার বিকেলে মেলার সমাপ্তি ঘোষণা করবেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

তিনি বলেন, সমাপনী অনুষ্ঠানে শ্রেষ্ঠ প্যাভিয়িলন, বিক্রেতা ও ব্যতিক্রমী উদ্যোগের জন্য শীর্ষ প্রতিষ্ঠানগুলোকে ক্রেস্ট ও সম্মাননা দেওয়া হবে। এছাড়া সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী প্রতিষ্ঠানকেও ক্রেস্ট দেবে ইপিবি।

বিক্রেতারা জানিয়েছেন, এবার রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক থাকায় মেলার শুরু থেকেই ক্রেতা-দর্শণার্থীদের ব্যাপক সাড়া পাওয়া গেছে। আশানুরূপ ক্রেতা-দর্শণার্থী পেয়ে খুশি স্টল-প্যাভিলিয়নের মালিকরা। মেলায় ক্রেতা ও দর্শণার্থীদের উপস্থিতি আগের রেকর্ড ছাড়িয়ে গেছে বলে জানিয়েছেন আয়োজকরা।

এ বছর মেলায় সবচেয়ে বেশি আগ্রহ দেখা গেছে গৃহস্থালি বিভিন্ন পণ্যের প্রতি। এর মধ্যে প্লাস্টিকের তৈরি পণ্যের পাশাপাশি রয়েছে প্রেসার কুকার, জুস মেকার, জুস ব্লেন্ডার, ওভেন, রাইস কুকার, ইস্ত্রি, ইন্ডাকশন চুলা, ফ্যানসহ বিভিন্ন ব্র্যান্ডের ইলেক্ট্রনিক্স পণ্য। এছাড়াও খাদ্যপণ্য, মোবাইল সেট, ব্লেজার, মেয়েদের বিভিন্ন প্রসাধনীসামগ্রী, থ্রিপিসের শো রুমগুলোতে ভিড় করেছেন ক্রেতারা।

এ বছর বাণিজ্যমেলায় ১৩ ক্যাটাগরিতে মোট ৫৫৩টি স্টল ও প্যাভিলিয়ন বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে প্রিমিয়ার প্যাভিলিয়ন ৬০টি, জেনারেল প্যাভিলিয়ন ১০টি, রিজার্ভ প্যাভিলিয়ন ৩টি ও ফরেন প্যাভিলিয়ন ৩৮টি। এ ছাড়া থাকছে প্রিমিয়ার মিনি প্যাভিলিয়ন ৩৬টি, জেনারেল মিনি প্যাভিলিয়ন ১৩টি, রিজার্ভ মিনি প্যাভিলিয়ন ৬টি, ফুডস্টল ২৫টি ও রেস্টুরেন্ট ৫টি।

এবারের মেলায় বিশ্বের ২২টি দেশ অংশ নিয়েছে। এর মধ্যে মরিশাস, ঘানা, নেপালসহ সাতটি নতুন দেশ অংশ নিচ্ছে। এ ছাড়া রয়েছে  ভারত, পাকিস্তান, চিন, মালয়েশিয়া, ইরান, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র, তুরস্ক, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, ব্রিটেন, দক্ষিণ কোরিয়া, জার্মানি, নেপাল, হংকং, জাপান ও সংযুক্ত আরব আমিরাত।

মেলায় প্রদর্শিত পণ্যের মধ্যে মেশিনারিজ, কার্পেট, কসমেটিক্স অ্যান্ড বিউটি এইডস, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স, পাটজাত পণ্য, লেদার, লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার, স্পোর্টস গুডস, স্যানিটারিওয়্যার, খেলনা, স্টেশনারি, ঘড়ি, জুয়েলারি, সিরামিক, টেবিলওয়্যার, দেশীয় বস্ত্র, ক্যাবল, মেলামাইন, প্রক্রিয়াজাত খাদ্য, ফাস্টফুড, আসবাবপত্র ও হস্তশিল্প অন্যতম৷

http://www.anandalokfoundation.com/