13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

একধাপ উন্নতি সাকিবের

admin
January 25, 2016 11:45 am
Link Copied!

ক্রীড়া ডেস্ক: সাকিব আল হাসান ওয়ালটন টি-টোয়েন্টি সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে প্রশংসনীয় কোনো পারফরম্যান্স করতে না পারলেও বেশ কিছু ব্যক্তিগত মাইলফলক স্পর্শ করেছেন। জিম্বাবুয়ের বিপক্ষের সিরিজে ক্যারিয়ারের ৪০০ উইকেট শিকার করেন তিনি। পাশাপাশি টি-টোয়েন্টিতে প্রথম কোনো বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ৫০ উইকেট শিকারের কৃতিত্ব দেখান।

এতোকিছু টি-টোয়েন্টি সিরিজে হলেও ওয়ানডেতেও উন্নতি করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির প্রকাশিত সর্বশেষ র‌্যাংকিংয়ে এক ধাপ উন্নতি হয়েছে সাকিব আল হাসানের। ওয়ানডের বোলারদের তালিকায় তৃতীয় স্থান থেকে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন সাকিব আল হাসান।

এ যাত্রায় তিনি পেছনে ফেলেছেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ককে। ৭০৬ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডে বোলারদের তালিকায় সবার উপরে রয়েছেন নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট। ৬৯৯ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন সাকিব আল হাসান। ৬৯৫ পয়েন্ট নিয়ে স্টার্ক রয়েছেন তৃতীয় স্থানে। দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির ৬৮৮ রেটিং পয়েন্ট নিয়ে চতুর্থ আর ৬৮২ পয়েন্ট নিয়ে ডেল স্টেইন পঞ্চম।

http://www.anandalokfoundation.com/