13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

উ. কোরিয়ার নতুন মদে মাথা ধরবে না

admin
January 20, 2016 1:01 pm
Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক: উত্তর কোরিয়া পরমাণু কর্মসূচির কারণে পশ্চিমাদের অবরোধের মুখে। চলতি বছরের শুরুতেই হাইড্রোজেন বোমার পরীক্ষা চালানোর পর দেশটির বিরুদ্ধে আন্তর্জাতিক সমালোচনা তুঙ্গে ওঠে। পশ্চিমা অবরোধের কারণে দেশটির অর্থনীতি প্রায় বিপর্যস্ত। তবে এরপরও দেশটির মদ নিয়ে একটি বিশেষ গবেষণা টানা ছয় বছর অব্যাহত রেখেছে। আর সেই গবেষণার ফল ফের দেশটিকে পশ্চিমা গণমাধ্যমের আলোচনার বিষয়বস্তুতে পরিণত করেছে।

উত্তর কোরিয়া দাবি করেছে, তাদের উদ্ভাবিত নতুন মদ পান শেষে চোখে ঝাপসা দেখতে হবে না কিংবা নেশা কাটার পর যে মাথ্যাব্যাথার অনুভূতি হয়, তাও হবে না। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম পিয়ংইয়ং টাইমস জানিয়েছে, নতুন ধরণের এই মদটি জিনসেং ও ভাতের আঠালো নির্যাস থেকে তৈরি।এতে চিনি মেশানো হয়নি। যেই জিনসং মেশানো হয়েছে সেটিও ছয় বছরের পুরনো। দেশটির তাইদংআং ফুডস্টাফ ফ্যাক্টরির গবেষকদের দীর্ঘ প্রচেষ্টায় নতুন এই মদ উদ্ভাবিত হয়েছে বলেও জানিয়েছে সংবাদমাধ্যমটি।

http://www.anandalokfoundation.com/