13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

এতদিন মৌলবীদের পক্ষ নিয়ে সাহায্য, এখন হঠাৎ পুরোহিতদের কথা মনে পড়ে গেছে -কৈলাস

Rai Kishori
September 26, 2020 8:31 am
Link Copied!

এতদিন মৌলবীদের পক্ষ নিয়ে তাদের সাহায্য করছিল তৃণমূল কংগ্রেস সরকার। এখন হঠাৎ পুরোহিতদের কথা মনে পড়ে গেছে। এভাবে বাংলায় ক্ষমতায় থাকতে পারবে না তৃণমূল । ভারতীয় জনতা পার্টি ২০০ র বেশি আসন নিয়ে ২০২১ সালে ক্ষমতায় আসবে বিজেপি । বাংলা এখন সব কিছুতেই পিছিয়ে আইন শৃঙ্খলা চৌপট হয়ে গেছে। শিক্ষা ব্যবস্থা তলানিতে ঠেকেছে, শিল্প কারখানা একটাও প্রতিষ্ঠা হয় নি বাংলায়। আমরা ক্ষমতায় আসলে সুশাসন প্রতিষ্ঠা হবে । শিক্ষিত বেকার রা এখন চাকরির সন্ধানে ভিন রাজ্যে ঘুরে বেড়াচ্ছে । শিল্প কারখানা নেই, তাই চাকরির ব্যবস্থা নেই। তবে বিজেপি ক্ষমতায় আসলে পরিকাঠামো পরিবর্তন করে ফেলব আমরা। মানুষের জীবন যাত্রার মান উন্নয়ন ঘটবে। বললেন কেন্দ্রীয় বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গী।

উত্তর ২৪ পরগনার নিউ বারাকপুরে পণ্ডিত দীন দয়াল উপাধ্যায়ের জন্মদিবস পালনের অনুষ্ঠানে এসে একথাই বললেন কেন্দ্রীয় বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় । এদিন নিউ বসরাকপুরের সাজিরহাট এলাকায় বিজেপির এই দলীয় কর্মসূচিতে উপস্থিত হয়ে পণ্ডিত দীন দয়াল উপাধ্যায়ের ছবিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করেন কৈলাস বিজয়বর্গীয় সহ স্থানীয় নিউ বারাকপুর এলাকার বিজেপি কর্মী সমর্থকরা। সোনার বাংলা গড়তে বাংলার মানুষের সমর্থন চাইলেন এই কেন্দ্রীয় বিজেপি নেতা।

তিনি বলেন, “আমরাই গড়ব সোনার বাংলা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন নির্বাচনী প্রলোভন দেখিয়ে ২০২১ সালের ভোটে জয়ী হতে চাইছেন। সেই কারনেই এখন ক্লাব গুলিকে অনুদানের অর্থ বাড়িয়ে দেওয়া হল, পুরোহিতদের ভাতা দেওয়ায় উদ্যোগী হয়েছে তৃণমূল কংগ্রেস সনরকার। যদিও পুরোহিতদের ভাতা দেওয়ার ক্ষেত্রে স্বজন পোষণ হচ্ছে। বাংলায় অন্তত ২ লক্ষ পুরোহিত আছে, তবে ভাতা দেওয়া হবে সামান্য একটা অংশকে । ২০২১ ভোট সামনে চলে আসায় এই সিদ্ধান্ত নিয়েছে বর্তমান রাজ্য সরকার।

http://www.anandalokfoundation.com/