13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে দুই দিন ব্যাপী এলএসপিদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

Rai Kishori
September 22, 2020 5:08 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জে লোকাল সার্ভিস প্রোভাইডার (এলএসপি)দের নিয়ে দুই দিন ব্যাপী দক্ষতা উন্নয়ণমুলক প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে।

হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড কর্তৃক আয়োজিত এই প্রশিক্ষণ কর্মশালায় কালীগঞ্জ উপজেলার রায়গ্রাম ও নিয়ামতপুর ইউনিয়নের ১৩টি গ্রামের ২৮জন এলএসপি অংশ গ্রহন করেন।

সোমবার থেকে শুরু হওয়া প্রশিক্ষণ কর্মশালাটি মঙ্গলবার বিকালে শেষ হয়।
বলিদাপাড়াস্থ সুনিকেতন সেমিনার কক্ষে আয়োজিত এই প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ইনস্টিটিউটের সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা নুর আলম সিদ্দিক, বৈজ্ঞানিক কর্মকর্তা শারমিন সুলতানা, কালীগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তরুন কুমার, কালীগঞ্জ উপজেলা স্যানেটারী ইনস্পেক্টর কামরুল হাসান, কালীগঞ্জ উপজেলা তথ্য আপা পাপিয়া পাল, প্রিয়াংকা চক্রবর্তী এবং শিরিন সুলতানা। এছাড়াও উপস্থিত ছিলেন হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের কালীগঞ্জ এরিয়া কো অডিনেটর (ভারপ্রাপ্ত) শাহজাহান আলী বিপাশ, ডেভেলপমেন্ট প্রোগ্রাম অফিসার এস এম শাহীন হোসেন, কমিউনিটি অর্গানাইজার শরাফত হোসে তুষার প্রমুখ।

প্রশিক্ষণ কর্মশালায়, পুষ্টি,শিক্ষা,স্বাস্থ্য,সরকারি বিভিন্ন সেবাসহ বেশ কিছু বিষয়ে আলোচনা করা হয়।

http://www.anandalokfoundation.com/